সাতকাহন২৪.কম ডেস্ক
২০২০- এ করোনা শুরুর পর বিশ্বব্যাপী সাজের ধরনে একটি পরিবর্তন এসেছে। আর সেটি হলো, হালকা সাজের চল। অন্য কথায় বলা যায়, ‘নো মেকআপ লুক’। আর গত কয়েক বছর ধরে বাংলাদেশে যেহেতু গরম পড়ছে বেশ, তাই এবারও উৎসব বা ঈদে- এই হালকা সাজকেই প্রাধান্য দিচ্ছেন রূপ বিশেষজ্ঞরা।
‘আসলে সাজটা সবসময় এমন হওয়া চাই, যাতে চোখ শান্তি পায়। ইদানিং মেকআপটা আমরা হালকা রাখার চেষ্টা করছি। ঈদেও হালকাভাবেই সাজতে পারেন। সাজটা অল্প রাখলে গরমেও আরাম পাওয়া যাবে; চোখও শান্তি পাবে’, বলছিলেন বিউটি স্যালন প্রিটি লেডি বাই সোনিয়া খানের স্বত্বাধিকারী ও রূপ বিশেষজ্ঞ সোনিয়া খান।
ঈদের দিনের বেলার সাজের ক্ষেত্রে প্রথমে ক্লিনিং, টোনিং ও ময়েশ্চারাইজিং করে ত্বককে ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে। দিনেরবেলা মেকআপের জন্য অবশ্যই সানব্লক ব্যবহার করুন। পাশাপাশি প্রাইমার ব্যবহার করা যেতে পারে। সাজটা যেহেতু হালকা হবে, তাই বেজ তৈরিতে ফাউন্ডেশন অল্প লাগান। কনসিলারও খুব অল্প ব্যবহার করুন। যেখানে প্রয়োজন কেবল সেখানে লাগাবেন। প্রয়োজন ছাড়া লেয়ার তৈরি না করাই ভালো। এরপর কন্টোরিং, ব্লাশন করে, হালকা হাইলাইটার ব্যবহার করুন।
‘চোখের সাজও খুব হালকা রেখে একটা উইং লাইন করতে পারেন। এটি দেখতে ক্লাসি ও সুন্দর লাগে। আর পোশাকের সঙ্গে মানানসই লিপস্টিক তো ব্যবহার করবেনই’- বললেন, রূপ বিশেষজ্ঞ সোনিয়া খান।
তবে রাতে চোখের সাজ আরো গর্জিয়াস করা যেতে পারে পরামর্শ দিয়ে সোনিয়া খান জানান, এ ক্ষেত্রে আইশ্যাডো একটু গাঢ় রঙের ব্যবহার করা যায়। যেমন: গাঢ় গোলাপি, মেজেন্টা, বেগুণি, সোনালি ইত্যাদি। আর গেট টু গেদারে গেলে লিপস্টিকটাও একটু গাঢ় লাগাতে পারেন। এ ক্ষেত্রে মেরুন, গাঢ় গোলাপি, গাঢ় পিচ ব্যবহার করা যেতে পারে।
ঈদের দিন নিজেকে সুন্দর করে সাজাতে কে না চায় ? আর সাজ যেহেতু রুচি ও ব্যক্তিত্বের পরিচায়ক, তাই সেটি যেন নিজের ও অন্যের চোখকে আরাম দেয়, সেটি মাথায় রেখেই সাজটা হলে দৃষ্টিনন্দন।