বাংলাদেশের সাংবাদিকতায় ফিচার নিয়ে অনেক কাজ হলেও, শুধু মাত্র স্বাস্থ্য ও জীবনধারা নিয়ে অনলাইন ফিচার বেস পত্রিকা তেমন নেই। উপমহাদেশের অনেক দেশেই এমন পত্রিকা রয়েছে। কেবল ফিচার, বিশেষ করে স্বাস্থ্য, জীবনধারা ও সংগীতসহ অন্যান্য ইন্টারেস্টিং ফিচার কনটেন্টের সমারহ এই সাতকাহন২৪.কম। নারী, শিশু স্বাস্থ্য, সাম্প্রতিক রোগব্যাধি, রূপচর্চা, নারীদের এগিয়ে যাওয়া, সম্পর্ক ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছি আমরা, যা পাঠকদের জানার পরিধিকে সমৃদ্ধ করবে।
সাতকাহনের এডিটর জনাব আমেনা আক্তার। দীর্ঘদিন একটি বেসরকারি কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। বর্তমানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে রয়েছেন। পাশাপাশি সাতকাহন তার প্রাণের প্রতিষ্ঠান। সাতকাহনের কর্মীরা নিজেদের মেধা ও পরিশ্রম দিয়ে পাঠকদের সর্বোচ্চ ভালো খবরটি পরিবেশন করার চেষ্টা করে যাচ্ছে। সাতকাহনের সঙ্গে যুক্ত রয়েছেন একঝাঁক তরুণ ফটোগ্রাফার। তাঁরা ফিচারবেস নানা ছবি পাঠকদের সামনে তুলে ধরবেন। প্রতিষ্ঠানটির মুখ্য পরামর্শক হিসেবে রয়েছেন রেহানা পারভীন রুমা। তিনি জনকণ্ঠ, সকালের খবরসহ বিভিন্ন গণমাধ্যমে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। পরামর্শক হিসেবে রয়েছেন ডা. সানজিদা হোসেন পাপিয়া। তিনি এনটিভি, চ্যানেল২৪, আরটিভি সহ বিভিন্ন গণমাধ্যমে উপস্থাক হিসেবে কাজ করছেন। এ ছাড়া মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন সাতকাহনের সঙ্গী হয়ে।