Sunday, February 16, 2025
spot_img
Homeজীবনের খুঁটিনাটিমেকআপ থেকে বিরতি নিন, ছয় উপকার পান

মেকআপ থেকে বিরতি নিন, ছয় উপকার পান

সাতকাহন২৪.কম ডেস্ক

চোখের নিচে কনসিলার বা গালে হালকা একটু ফাউন্ডেশন না বুলিয়ে ঘর থেকে বের হতে অনেকেই অস্বস্তিবোধ করে। তবে কিছুদিন একটু মেকআপ থেকে বিরত নিন, ত্বককে বিশ্রাম দিন। ইতিবাচক পরিবর্তন নিজেই খেয়াল করতে পারবেন। মেকআপ না ব্যবহারের কিছু উপকারী দিক জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

পরিষ্কার ত্বক
মেকআপ ত্বককে একদম খারাপ করে দেয়, সেটা বলছি না। তবে এটি ত্বকের প্রাকৃতিক টেক্সচারের বিরুদ্ধ কাজ করে। মেকআপ না করলে রোমকূপগুলোতে ভালোভাবে বাতাস চলাচল করতে পারে। এতে ত্বক আরাম পায়।

চোখের সংক্রমণ কম হয়
অতিরিক্ত মাশকারা, কাজল বা আইলাইনার ব্যবহারের কারণে অনেক সময় চোখে সংক্রমণ হয়। তাই এগুলো কম ব্যবহারে চোখের সমস্যাও প্রতিরোধ হয়।

মডেল: সুপ্রিতী গোস্বামী
মডেল: সুপ্রিতী গোস্বামী

তৈলাক্তভাব কমে
মেকআপের পন্য আপনার ত্বকের ধরন অনুসারে না হলে এগুলো ব্যবহারের কারণে অতিরিক্ত তৈলাক্তভাব বা শুষ্কভাব তৈরি হতে পারে। মেকআপ ব্যবহার না করলে ত্বকে যে তেল তৈরি হবে না, তা নয়। তবে সেটির পরিমাণ কমবে।

ব্রণ কমে
হরমোনের পরিবর্তন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বা জীবনযাপনের ধরনের কারণে ত্বকে ব্রণ হয়। তবে অতিরিক্ত মেকআপ ব্যবহারের কারণেও ব্রণ হওয়ার আশঙ্কা বাড়ে। তাই এই সমস্যা প্রতিরোধে মেকআপ থেকে দূরে থাকাই ভালো।

পিগমেন্টেশন বা ছোট কালো দাগ কমে
কসমেটিক পন্য অনেক সময় ত্বকে অস্বস্তি ও প্রদাহ তৈরি করে। এ থেকে ত্বকের ছোট ছোট কালো দাগ বা পিগমেন্টেশন তৈরি হয়। কিছুদিন মেকআপ থেকে নিজেকে দূরে রাখলে এই সমস্যাগুলোও প্রতিরোধ করা যায়।

ফুসকুড়ি, হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস কমে
মেকআপ না ব্যবহার করলে রোমকূপগুলোতে যেহেতু ভালোভাবে বাতাস চলাচল করে তাই ফুসকুড়িু, হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস হওয়ার আশঙ্কা কমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments