Friday, April 18, 2025
spot_img
Homeঅন্যান্যএবারের ঈদে 'কে ক্র্যাফট'-এর সালোয়ার-কামিজ

এবারের ঈদে ‘কে ক্র্যাফট’-এর সালোয়ার-কামিজ

সাতকাহন২৪.কম ডেস্ক

আনন্দের সহযাত্রী হয়ে আসবে ঈদ। আর তাই ঈদকে সামনে রেখে থেমে থাকবে না পোশাক নিয়ে ভাবনা। এ ক্ষেত্রে মেয়েরাই একটু এগিয়ে থাকবে।

এবারের ঈদে দেশের অন্যতম প্রধান ফ্যাশন হাউস ‘কে ক্র্যাফট’ সালোয়ার কামিজের বৈচিত্রপূর্ণ ডিজাইনের ব্যাপক আয়োজন করেছে। এই আয়োজনে প্রধানত জোর দেওয়া হয়েছে ভিন্ন আমেজের ডিজাইনে, কাট-প্যাটার্ন এবং ফ্যাব্রিক নির্বাচনে। নিজস্ব ডিজাইনে মোটিফের ব্যবহার, রঙ নির্বাচন, ভ্যালু অ্যাডিশনে নানা মিডিয়ার ব্যবহার সকলেরই ভালো লাগবে।

ঈদ আসতে আসতে গরমও চলে আসবে, আর তাই সময় ও পরিবেশকে চিন্তায় রেখে ফ্যাশনের পাশাপাশি আরামদায়ক এবং স্বস্তিতে থাকতে দিনের বেলায় প্যাস্টেল শেড ও অন্যান্য হালকা রঙ এবং রাতের পার্টিতে আভিজাত্য নিয়ে আসবে এমন গাঢ় রঙে কটন, জ্যাকার্ড কটন, স্ল্যাব কটন, নিব কটন, টুটোন, লিনেন, জর্জেট, সিল্ক, জয়শ্রী সিল্ক, অরগাঞ্জা ফ্যাব্রিকে করা হয়েছে সালোয়ার কামিজ।

এ-লাইন, বেসিক, প্রিন্সেস লাইন, গোর, লং ও সেমি লং প্যাটার্নকেই মূলত প্রাধান্য দেওয়া হয়েছে। কামিজের ইয়কে স্ক্রিন প্রিন্টের সঙ্গে হাতের কাজ আবার এমব্রয়ডারির সমন্বয়, এমব্রয়ডারির সঙ্গে কারচুপি আর সিকুইনের সমন্বয়। এবারের সালোয়ারের কাটেও থাকছে ভিন্নতর পরিবর্তন। স্ক্রিন প্রিন্ট ও লেসের ব্যাবহারে স্ট্রেইট প্যান্ট, ডিভাইডার, পালাজো স্টাইলের বোটম ওয়্যার রয়েছে এবারের কালেকশনে।

ছবি: কে ক্র্যাফট
ছবি: কে ক্র্যাফট

মোটিফ ও অলঙ্করণে ভিন্নতা থাকবে। জামদানি, ফ্লোরাল, ইক্কত, পার্সিয়ান, আলাম, জিওমেট্রিক মোঘল, মান্ডালা, গ্রিক, টার্কিশ, ট্র্যাডিশনাল পেইসলের মতো বিভিন্ন মোটিফকে প্রাধান্য দেওয়া হয়েছে। কাপড়ের ধরন ও অলংকরণে পরিমিতিবোধ বজায় রাখা হয়েছে। রঙ হিসেবে বেছে নেওয়া হয়েছে ম্যাজেন্টা, নেভি, পার্পল, মেরুন, মভ পিঙ্ক, বার্গান্ডি, জাভা গ্রিন, ব্ল্যাক, মেটালিক গোল্ড ছাড়াও ল্যাভেন্ডার, হোয়াইট, পার্ল হোয়াইট, পিচ, ভায়োলেট, পিঙ্ক, ফরেস্ট গ্রিন, অরেঞ্জ রঙের মধ্যে বেশিরভাগ পোশাক।

কে ক্র্যাফটের সকল আউটলেট ও অনলাইন শপ kaykraft.com থেকে এবারের ঈদের সালওয়ার কামিজগুলো কিনতে পারবেন তিন হাজার থেকে আট হাজার টাকার মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments