সাতকাহন২৪.কম ডেস্ক
মিথ্যা বলা বা সত্য গোপন করা যে আসলে হীতে বিপরীত ডেকে আনে, তা তো আর অজানা নয়। অনেক সময় শিশু ভুল-ভাল করে ফেললে, অভিভাবকদের বকা-ঝকার ভয়ে কখনো কখনো মিথ্যা বলে।
তবে তার সঠিক বিকাশের জন্য সে যে মিথ্যা বলছে, এটি কৌশলে বুঝিয়ে দেওয়া জরুরি এবং ছোটবেলা থেকেই সৎ থাকার উপকারী বিষয়গুলো বোঝানো দরকার। সন্তান মিথ্যা বললে, তার ভুলকে ধরিয়ে দেওয়ার জন্য পাঁচটি কথা বলা যেতে পারে। এগুলো তাকে নিজের সম্পর্কে ভাবতে সাহায্য করবে।
১. আমি চাই, আমরা যেন একে অপরকে বিশ্বাস করতে পারি।
২. সত্য বলা খুব সাহসের বিষয়। যে সত্য বলে সে সাহসী।
৩. ভুল মানুষ করতেই পারে। তবে এটাকে ঢাকার চেষ্টা না করাই ভালো।
৪. আমরা এই অবস্থাটিকে সত্য ও সততার সঙ্গে মোকাবিলা করতে পারি।
৫. তুমি কেন এতো চিন্তিত ? তুমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছো যে মিথ্যা বলবে। তাই না ?
সূত্র : টাইমস অব ইন্ডিয়া