Thursday, December 12, 2024
spot_img
Homeঅন্যান্যবন্ধুত্বের বন্ধন অটুট থাকুক 'কে ক্র্যাফট'- এর পণ্যে

বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক ‘কে ক্র্যাফট’- এর পণ্যে

সাতকাহন২৪.কম ডেস্ক

বন্ধুত্বের সম্পর্ক চিরকালের। সম্পর্ক নিয়ে আদৌ কোনো বিশেষ দিনের প্রয়োজন রয়েছে কি না, এ নিয়ে মতবিরোধ থাকতেই পারে। তবুও একটি দিন বিশেষভাবে উদযাপন করাই যায়। তাই বন্ধুত্বের সুন্দর সম্পর্ককে উদযাপন করতে প্রতি বছর ফ্রেন্ডশিপ ডে পালন হয়ে আসছে।

বন্ধু সব সময়ই বিশেষ। বন্ধুত্ব দিবসে প্রিয় বন্ধুর সঙ্গে সময় কাটানো, বাইরে এক সঙ্গে আড্ডা, খাওয়া-দাওয়া না হয় চলল, তবে তার জন্য দিনটি আরও বিশেষ করে তুলতে ছোটখাটো উপহার তো দেওয়াই যায়। এই উপহার বিশেষ দিনটিকে আরো বেশি স্মৃতিময় করে তুলবে প্রিয় মানুষটির কাছে।

আসছে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে বন্ধুকে দিতে পারেন পছন্দের কিংবা প্রয়োজনীয় কোনো সামগ্রী। যেমন: ওয়ালেট, পার্স, সুভেনির, হোম ডেকর আইটেম, জুয়েলারি, ফটো ফ্রেম, অ্যালবাম, নোট বুক, মগ, ফ্লাওয়ার ভাস, পারসনাল কেয়ার অথবা প্রসাধনী ছাড়াও অনেক কিছু। বন্ধু পড়তে ভালোবাসলে তার হাতে তুলে দিন পছন্দের কোনো বই। কে ক্র্যাফটেও মিলবে এমনই পছন্দের বইয়ের সংগ্রহ।

স্পেশাল অনেক উপহারই দেওয়া যায়। মেয়ে বন্ধু হলে সুন্দর রুচিশীল কোনো পোশাক কিনে উপহার দিতে পারেন। যেমন : সালওয়ার-কামিজ, টিউনিক, কুর্তি, টপস, শাড়ি। আর ছেলে বন্ধুর ক্ষেত্রে ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, পাঞ্জাবি কিংবা ফতুয়া।

যেকোনো উপহার সামগ্রী পেতে ঘুরে আসতে পারেন কে ক্র্যাফট এর শো-রুমে। নিজ হাতে উপহার দেওয়া সম্ভব না হলে, কেউ দূরে থাকলে গিফট কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া যেতে পারে। এর জন্য অর্ডার করতে পারেন kaykraft.com থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments