Monday, January 20, 2025
spot_img
Homeজীবনের খুঁটিনাটিচার ধরনের মানুষকে সবসময় 'না' বলুন

চার ধরনের মানুষকে সবসময় ‘না’ বলুন

সাতকাহন২৪.কম ডেস্ক

মানসিক শান্তির জন্য এবং নিজের বৃদ্ধির জন্য কয়েকধরনের মানুষের কাছ থেকে দূরে থাকা বা নিজের জীবনে তাদের প্রবেশ করাতে ‘না’ দেওয়াই বুদ্ধিমানের। এরা আপনাকে মানসিকভাবে অসুস্থ করে তোলার জন্য যথেষ্ট। এমন মানুষ কারা? আসুন জানি-

যারা সবসময় অভিযোগ করে
যারা সবকিছুতেই অভিযোগ করে, খুঁত ধরতে থাকে তারা এদের মধ্যে অন্যতম। তাদের ‘না’ বলুন। কারণ, এসব মানুষকে অনেক দেওয়ার পরও, যত্ন করবার পরও আপনার নেতিবাচক দিকটাই ধরতে থাকবে। আর আপনি মানসিকভাবে কষ্ট পাবেন।

সূক্ষ্মভাবে ব্যবহারকারী
ম্যানিপুলেটর বা সূক্ষ্মভাবে ব্যবহারকারীরা নিজেদের স্বার্থে আপনাকে ব্যবহার করবে। খুব সূক্ষ্মভাবে তারা চাইবে আপনি তাদের জালে পা দিন এবং নিজের মূল্যবোধ থেকে বের হয়ে আসুন। তাই এদেরও ‘না’ বলতে শিখতে হবে।

পরনিন্দা-পরচর্চাকারী
এরা অন্যের সমালোচনা করে নিজে যেমন বিক্ষিপ্ত থাকে, তেমনি অন্য কারো উন্নতিও সহ্য করতে পারে না। তাই নিজের ব্যক্তিগত লক্ষ্যগুলোকে পূরণ করতে, নিজেকে উন্নত করতে এদেরও ‘না’ বলুন।

ঈর্ষান্বিত মানুষ
এরা ভীষণ ভয়ঙ্কর। অন্যকে নিচু করতে, অপদস্ত করতে কখনো কখনো এরা নিজের নাক কেটেও পরের যাত্রা ভঙ্গ করতে ছাড়ে না। তাই এদের সঙ্গে মেশার বিষয়েও সতর্ক হন।

সূত্র: দ্যা স্ট্রোইক এইজ সেভেনএইটফোর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments