সাতকাহন২৪.কম ডেস্ক
প্রবাদ রয়েছে, সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। ঠিক তাই। সময়ের কাজ সময়ে করলেই জীবনের লক্ষ্যগুলো পূরণ হয়, আর বড় কিছু অর্জন করা যায়।
তাই একে সঠিকভাবে ব্যবহারের কৌশল শেখা জরুরি। সময় ব্যবস্থাপনার কিছু প্রয়োজনীয় কৌশল জানিয়েছে ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইট আপওয়ার্ক।
- দিনকে কীভাবে কাজে লাগাবেন, সেই পরিকল্পনা করুন।
- একদিনে আপনি কী কী কাজ শেষ করতে চান সেগুলো লিখে ফেলুন।
- জীবনের লক্ষ্যগুলো একটি কাগজে লিখুন।
- ৮০/২০ রুল অনুসরণ করুন। ২০ শতাংশ কাজ করবেন, তবে এর ফলাফল আসবে ৮০ শতাংশ, এভাবে পরিকল্পনা করুন।
- একসঙ্গে অনেক কাজ করতে যাবেন না। এতে কাজের গতি নষ্ট হয়।
- একবারে একটি কাজই করুন।
- আপনার মনোযোগ নষ্ট করে এমন বিষয়গুলোকে কাজের জায়গা থেকে সরিয়ে দিন।
- ক্লান্ত লাগলে, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিন।
- ‘না’ বলতে শিখুন। সব কাজের জন্যই ‘হ্যাঁ’ বলতে যাবেন না। হাতে সময় কম থাকলে কোনো কোনো ক্ষেত্রে ‘না’ বলুন।
- কম প্রয়োজনীয় কাজগুলো পরে করুন।
- সঠিক সময় আসবে, এই ভাবনায় বসে না থেকে কাজ শুরু করে দিন।
- যেই কাজটি করতে সবচেয়ে বেশি বিরক্ত লাগে, সেটাই আগে করুন।
- ডেডলাইন সেট করুন, অর্থাৎ কাজটি কখন বা কবে শেষ করবেন সেই জন্য সময় নির্ধারণ করুন। ডেডলাইন ছাড়া কাজ ধীর গতির হয়ে পড়বে, শেষ করতেও দেরি হবে।
- সেসব দিকে খেয়াল করা বন্ধ করুন, যেগুলো আপনার লক্ষ্যকে অর্জন করতে বাধা দেয়।
- প্রয়োজন না হলে বেশি নিঁখুতভাবে কাজ করার দরকার নেই।
- অপ্রয়োজনীয় মিটিংগুলো বন্ধ করুন।
- প্রয়োজনীয় মেইলগুলো চেক করার জন্য সময় রাখুন।
- নেতিবাচক মানুষজনকে যেকোনো উপায়ে এড়িয়ে চলুন।
- সেটাই করুন, যেটি আপনি ভালোবাসেন।