সাতকাহন২৪.কম ডেস্ক
জলবায়ু পরিবর্তনের ফলে এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে গরম বেশি লাগা অস্বাভাবিক নয়। তবে অনেক সময় অনেকের ক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে বেশি গরম অনুভূত হয়। সবসময় অতিরিক্ত গরম লাগার কিছু কারণের কথা জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ওয়েলনেসবিন। দেখুন তো, আপনিও এ ধরনের সমস্যায় ভুগছেন কি না-
মেনোপজ
মেনোপজ বা মাসিক দীর্ঘমেয়াদে বন্ধ হয়ে যাওয়ার সময়টাতে অনেকেরই অতিরিক্ত গরম অনুভব হয়। একে হট ফ্ল্যাসেস বলে। সাধারণত ৪০ থেকে ৫০ বছরের মধ্যে অনেকেরই মেনোপজ হয়ে যায়। এ ছাড়া প্রি মেনোপজ বা মেনোপজ হওয়ার আগের কিছু বছরও এমন অনুভূত হতে পারে।
হাইপোগ্লাইসেমিয়া
আপনি কি টাই-টু ডায়াবেটিসে ভুগছেন? এই ক্ষেত্রে অনেক সময় ব্লাড সুগার অতিরিক্ত কমে যেতে পারে। একে হাইপোগ্লাইসেমিয়া বলে। এটি হলেও অতিরিক্ত গরম অনুভব হওয়ার আশঙ্কা থাকে।
উদ্বেগ
উদ্বেগ বা মানসিক চাপে শারীরিক কিছু সমস্যা দেখা যায়। যেমন : হার্ট রেট বেড়ে যাওয়া, উচ্চ রক্তচাপ, পেশি শক্ত হওয়া। উদ্বেগের সময় কখনো কখনো অতিরিক্ত গরমও লাগতে পারে।
বিভিন্ন ওষুধ
সব ধরনের ওষুধের কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। কিছু রয়েছে যেগুলো সেবনে অতিরিক্ত গরম অনুভব করতে পারেন। যেমন : নির্দিষ্ট ব্যথানাশক ও বিষণ্ণতারোধী ওষুধ। তাই এ ধরনের কিছু সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে কতদিন খেতে হবে সেই সম্পর্কে ভালোভাবে জেনে নিন।