সাতকাহন২৪.কম ডেস্ক
সফলতার সংজ্ঞা নিয়ে ভিন্ন মত থাকলেও, জীবনে বেশিরভাগ মানুষই এটি অর্জন করতে চায়। তবে কেবল পরিশ্রম ও স্মার্টভাবে কাজ করার পাশাপাশি বেশিরভাগ সফল মানুষ কিছু বিষয় থেকে নিজেকে দূরে রাখে। তারা মনে করে, এসব বিষয় বা অভ্যাস তাদের ব্যক্তিত্ব ও কাজকে নষ্ট করে দিতে পারে। সফল মানুষ দূরে থাকে বা করে না, এমন কিছু বিষয়ের কথা জানিয়েছে স্টোইকওইজডম।
অভিযোগ করা
সফল মানুষ কখনো অভিযোগ করে না। তারা অভিযোগের বদলে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করে। কারণ, তারা জানে অভিযোগ করে সময় অপচয়ের চেয়ে, সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা ভালো।
দোষারপ করা
নিজের জীবনের প্রতিটি কাজের দায়িত্ব এরা নিজে নিতে পছন্দ করে। তারা জানে অন্যের ওপর ভরসা করে ভুল কাজের জন্য দোষারাপ করার চেয়ে নিজের দায়িত্ব নিজে নেওয়াই বুদ্ধিমানের। আর চ্যালেঞ্জ নেওয়ার এই মনোভাব তাদের কঠিন পরিস্থিতিতেও দৃঢ় থাকতে সাহায্য করে।
তর্ক করা
সফল মানুষ অযথা তর্ক করার চেয়ে যেকোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। তারা জানে উত্তেজিত হয়ে তর্কে জড়িয়ে পড়ার চেয়ে নিজের কাজটি করে যাওয়া ভালো।
বড়াই করা
সাধারণত তারা কোনো কিছু নিয়েই বেশি বড়াই করতে যায় না। তারা জানে, কথা নয়, কাজ দিয়েই নিজের পরিচয় তৈরি করতে হয়।
কথা বেশি বলা
আপনার কাছের কোনো সফল মানুষকে একটু খেয়াল করলে দেখবেন, সে হয়তো বেশিরভাগ সময় চুপ থাকে এবং নিজের কাজটি করে যায়। আসলেই তাই, বেশিরভাগ ক্ষেত্রে এরা অতিরিক্ত কথা বলে সময় নষ্ট করা পছন্দ করে না। বরং বলার চেয়ে, অন্যের কথা শুনাই তাদের পছন্দ।
মিথ্যা বলা
মিথ্যা দিয়ে কখনো বিশ্বাস অর্জন করা যায় না এবং প্রতিযোগীতার যুগে টিকেও থাকা যায় না। এটি সফল মানুষ জানে। তাই তারা অন্যের আস্থা অর্জন করতে সত্যের পথই বেছে নেয়।