সাতকাহন২৪.কম ডেস্ক
প্রকৃতিতে এখন মিষ্টি হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। বাতাসে হিম হিম পরশ, শিশিরভেজা সবুজ ঘাস, সঙ্গে নামছে হালকা কুয়াশা।
তাই এই সময়ে চাই উপযোগী পোশাক, যা উষ্ণতার পাশাপাশি অভিজাত ও স্টাইলিশ লুক দেবে। এই সময়ে ‘কে ক্র্যাফট’-এর ভিন্নধর্মী চমৎকার সব স্টাইলিশ পোশাক ও অনুষঙ্গ হতে পারে আপনার মানানসই সঙ্গী।
মেয়েদের ভিন্ন স্টাইলের পঞ্চ, কটি, ফুল লেংথ কটি, জ্যাকেট, হুডি- যা মিলিয়ে পরতে পারেন জিন্স বা পছন্দের স্টাইলের প্যান্টের সঙ্গে। পাশাপাশি নতুন কালেকশনের সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, টিউনিক,কাফটান ও শাড়ি তো থাকছেই। এই সময়ে হালকা শীতে পরার মতো একটু ভারী খাদি কাপড়ে তৈরি কুর্তির কাট ও প্যাটার্নে থাকবে ভিন্নতা।
এ ছাড়া রয়েছে ছেলেদের জন্য ফুল স্লিভ শার্ট, হুডি, সোয়েট শার্ট, জ্যাকেট, ক্যাজুয়াল শার্ট, পলো সহ অন্যান্য পোশাক। পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের জন্য বেছে নিতে কালেকশনে থাকবে কাতান, সিল্ক ও কটন কাপড়ে হালকা ও ভারী প্রিন্ট করা কটি।
নানা রঙে প্রিন্ট ও উইভিং ডিজাইনে তৈরি করা হয়েছে শাল, যা এই সময়ের জন্য বেশ উপযোগী। কাঁথা, জামদানি, ফ্লোরাল, কাশ্মেরি, ট্রাইবাল, ট্র্যাডিশনাল সহ নানা মোটিফে করা হয়েছে এবারের শাল। তুলনামূলকভাবে একটু গাঢ় রঙের প্রাধান্য থাকবে। এ ছাড়া ছেলে ও মেয়ে উভয়ের জন্যই রয়েছে শীতের উপযোগী মাফলার ও অন্যান্য অনুষঙ্গ।
কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, খুলনা সহ সকল আউটলেট ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে শীতের পোশাক কিনতে পারেন বিশেষ সাশ্রয়ী মূল্যে। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও কেনাকাটা করার সুবিধা রয়েছে।