সাতকাহন২৪.কম ডেস্ক
বাবা-মা বকবে বা শাস্তি দেবে- এমন ভাবনা থেকেই সাধারণত শিশুরা কিছু লুকায়। আসলে পরিবারে মা-বাবার এমন একটি পরিবেশ তৈরি করা প্রয়োজন, যেখানে শিশুটি স্বাচ্ছন্দের সঙ্গে তার মনের কথাগুলো বা যেই কাজটি করেছে, সেই সম্পর্কে বলতে পারে।
যাই হোক, শিশু কোনো ভুল-ভাল কাজ করে ফেললে অভিভাবকরাই অস্বস্তির মধ্যে পড়ে। তাই সন্তান কী করছে, সেই বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন। শিশু কোনো কিছু লুকাচ্ছে সেটি বোঝার উপায় এবং সমাধানের পথ বাতলেছে টাইমস অব ইন্ডিয়া। চলুন জানি-
আচরণগত পরিবর্তন
শিশু কিছু লুকাচ্ছে মনে হলে তার আচরণের দিকে খেয়াল করুন। সে কি ভয় পাচ্ছে, কোনো নির্দিষ্ট কাজ করতে চাইছে না, রাগ দেখাচ্ছে বা মন খারাপ করছে ? কোনো বিষয় অর্ধের বলছে, বাকিটা বলছে না- এমন মনে হলে আচরণ দেখুন। এরপর গুণগত সময়ের বা কোয়ালিটি টাইমের মধ্য দিয়ে তার কাছে বিষয়টি সম্পর্কে জানতে চান।
সমাধান
- শিশু ভুল কিছু করলেও অতিরিক্ত শাস্তি না দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ভুল জীবনেরই অংশ। আপনিও তো কখনো কখনো এমনটা করেন, তাই না? আর বেশি বকা-ঝকা করলে হিতে বিপরীত হতে পারে।
- র্ধৈযের সঙ্গে শিশুর সব অনুভূতি শুনুন। সে কেনো কাজটি করেছিল, কেন তার এমন অনুভূতি হচ্ছে- সেটি জেনে সেই অনুযায়ী সমাধানের পথ বের করুন।
- প্রয়োজনে চাইল্ড কাউন্সেলরের পরামর্শ নিতে পারেন। পাশাপাশি স্কুল শিক্ষকদের সঙ্গেও কথা বলে সমস্যার সমাধান করা যেতে পারে। সর্বোপরি শিশুটিকে বোঝান আপনি তার পাশে রয়েছেন এবং সে যেকোনো কিছু নির্দ্বিধায় আপনাকে বলতে পারে।