Wednesday, January 22, 2025
spot_img
Homeআপনার সন্তানশিশুকে এই পাঁচ কথা বলবেন না

শিশুকে এই পাঁচ কথা বলবেন না

সাতকাহন২৪.কম ডেস্ক

শিশুরা দয়া, সহানুভূতিশীলতা, ভালো ব্যবহার ইত্যাদি বড়দের কাছ থেকে শেখে। অপরদিকে অন্যের সঙ্গে খারাপ আচরণ করা, তুচ্ছ-তাচ্ছিল্য করার বিষয়ও বড়দের কাছ থেকেই পায়।

আপনি শিশুর সঙ্গে সদয় হলে, তার যেমন আত্মবিশ্বাস বাড়বে, তেমনি মানুষ হিসেবে সে-ও অন্যের সঙ্গে সৌহার্দপূর্ণ আচরণ করবে। তাই শিশুকে আত্মবিশ্বাসী ও সহানুভূতিশীল হিসেবে গড়ে তুলতে কিছু কথা না বলাই ভালো।

  • শিশুকে কখনো বলতে যাবেন না, ‘তুমি এটা পারবে না।’ এর বদলে বলুন, ‘চেষ্টা করো, আমার বিশ্বাস তুমি পারবে’।
  • ‘তাড়াতাড়ি কর, তুমি খুব অলস’- এই ধরনের কথা শিশুকে বলতে যাবেন না। এর বদলে বলুন, ‘ তুমি তোমার সময় নও। আমরা কাজটি একসঙ্গে করবো’।
  • ‘তুমি খুব খারাপ হয়ে যাচ্ছো’- এই ধরনের কথা তাকে বলবেন না। পরিবর্তে বলুন, ‘আমি তোমার আচরণটা এই মুহূর্তে পছন্দ করলাম না। আমরা এটা নিয়ে পড়ে কথা বলবো।’
  • তাকে বলবেন না, ‘কান্না করা বন্ধ করো। এমন কিছু হয়নি যে কান্না করছো।’ বলুন, ‘আমি বুঝতে পারছি তোমার মন খারাপ হয়েছে। বল কীভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি?’
  • বলবেন না, ‘তুমি ঘরের জিনিস গুছাতে যেও না। নষ্ট করে ফেলবে।’ বলুন, ‘চলো আমরা একসঙ্গে ঘর গুছাই।’

সূত্র : ঋদ্ধি দেওরা ( প্যারেন্টিং কোচ) ইন্সটাগ্রাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments