সাতকাহন২৪.কম ডেস্ক
শিশুরা দয়া, সহানুভূতিশীলতা, ভালো ব্যবহার ইত্যাদি বড়দের কাছ থেকে শেখে। অপরদিকে অন্যের সঙ্গে খারাপ আচরণ করা, তুচ্ছ-তাচ্ছিল্য করার বিষয়ও বড়দের কাছ থেকেই পায়।
আপনি শিশুর সঙ্গে সদয় হলে, তার যেমন আত্মবিশ্বাস বাড়বে, তেমনি মানুষ হিসেবে সে-ও অন্যের সঙ্গে সৌহার্দপূর্ণ আচরণ করবে। তাই শিশুকে আত্মবিশ্বাসী ও সহানুভূতিশীল হিসেবে গড়ে তুলতে কিছু কথা না বলাই ভালো।
- শিশুকে কখনো বলতে যাবেন না, ‘তুমি এটা পারবে না।’ এর বদলে বলুন, ‘চেষ্টা করো, আমার বিশ্বাস তুমি পারবে’।
- ‘তাড়াতাড়ি কর, তুমি খুব অলস’- এই ধরনের কথা শিশুকে বলতে যাবেন না। এর বদলে বলুন, ‘ তুমি তোমার সময় নও। আমরা কাজটি একসঙ্গে করবো’।
- ‘তুমি খুব খারাপ হয়ে যাচ্ছো’- এই ধরনের কথা তাকে বলবেন না। পরিবর্তে বলুন, ‘আমি তোমার আচরণটা এই মুহূর্তে পছন্দ করলাম না। আমরা এটা নিয়ে পড়ে কথা বলবো।’
- তাকে বলবেন না, ‘কান্না করা বন্ধ করো। এমন কিছু হয়নি যে কান্না করছো।’ বলুন, ‘আমি বুঝতে পারছি তোমার মন খারাপ হয়েছে। বল কীভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি?’
- বলবেন না, ‘তুমি ঘরের জিনিস গুছাতে যেও না। নষ্ট করে ফেলবে।’ বলুন, ‘চলো আমরা একসঙ্গে ঘর গুছাই।’
সূত্র : ঋদ্ধি দেওরা ( প্যারেন্টিং কোচ) ইন্সটাগ্রাম।