সাতকাহন২৪.কম ডেস্ক
ঋতুবৈচিত্র্যের দেশ বাংলাদেশ। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের পরিবেশও পরিবর্তন হয় স্বগৌরবে। বর্ষার শেষে সাদা টুকরো মেঘের সঙ্গে অনন্যসুন্দর নীল-আকাশে শরৎকাল প্রকাশিত হয় স্বমহিমায়।
ভাদ্র-আশ্বিন এই দুই মাসে স্নিগ্ধতা-কোমলতা নিয়ে বিরাজ করে ঋতুর রাণী শরৎকাল। মৃদু বাতাসে আন্দোলিত হয় থরে থরে ফুটে থাকা কাশফুলের ঝাঁক, বাড়ির আঙিনায় বয়ে যায় মনোরম ফুলের সুবাস। আধ আর্দ্র আবহাওয়ায় বাহারি রঙে মনমুগ্ধকর হয়ে সাজে প্রকৃতি। এমন সময় শেষ বিকেলের হালকা রোদে শরতের আকাশ যেনো রং-তুলিতে মাখা অসম্ভব সুন্দর ছবি।
জীবনযাপনেও আসে পরিবর্তনের ছোঁয়া, মননে-পোশাকে। এই জন্যে এই সময়ে স্বনামধন্য ফ্যাশন ব্যান্ড ‘রঙ বাংলাদেশ’ নিয়ে এসেছে শরতের বিশেষ আয়োজন। শরতের পোশাকের নকশায় স্বাভাবিকভাবেই ওঠে আসে শুভ্র আকাশের রং, প্রকৃতি অনুসৃত সুন্দর নীল-সাদা সংমিশ্রণ। সঙ্গে আরও আসে সাদা, নানাশেডের নীল, আকাশি ও নীলাভ ধূসর রং।
এই শরতে মেয়েদের জন্যে রয়েছে আকাশি ও সাদা বর্ণের শাড়ি এবং এর সঙ্গে পছন্দ অনুসারে ব্লাউজ ও গহনা রয়েছে প্রতিটি বিক্রয় কেন্দ্রে। এ ছাড়া ছেলেদের জন্যে রয়েছে আকর্ষণীয় পাঞ্জাবী।
রঙ বাংলাদেশে পাবেন সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, গাউন, আনস্টিচ ড্রেস, স্কার্ট, ওড়না, পায়জামা, টিশার্ট, শার্ট, ফতুয়া, কাতুয়া, এক্সেসরিজসহ বিভিন্ন সামগ্রী। গরমের প্রকোপ থাকায় কাপড়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুতি ব্যবহার করা হয়েছে। আর্দ্রতার কথা মাথায় রেখে পোশাকের প্যাটার্নও হয়েছে ঢিলাঢালা, ক্যাজুয়্যাল।
এই আয়োজন দেখতে ও কেনাকাটার সুবিধার্থে ক্রেতাসাধারণ আসতে পারেন নিকটস্থ রঙ বাংলাদেশ- এর কোনো আউটলেটে। ঘরে বসে কেনাকাটার আনন্দ উপভোগ করতে পরিদর্শন করুন নিজস্ব ওয়েবসাইট www.rang-bd.com অথবা ফেসবুক পেজ rangbangladesh। যেকোনো তথ্যের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ০১৭৭৭৭৪৪৩৪৪, ০১৭৯৯৯৯৮৮৭৭ নাম্বারে।