সাতকাহন২৪.কম ডেস্ক
কেনাকাটায় সাশ্রয়ী দিক বিবেচনায় ‘রঙ বাংলাদেশ’ নিয়ে এলো স্পেশাল অফার! ‘𝗛𝗲𝗮𝘁 𝗪𝗮𝘃𝗲 𝗦𝗮𝗹𝗲- যত ডিগ্রি তাপমাত্রা, তত শতাংশ ছাড়’! তাপমাত্রা যত ডিগ্রি সেলসিয়াস, ছাড় পাবেন ঠিক তত শতাংশ। তবে এ সুযোগ শুধুমাত্র অনলাইন কেনাকাটায়।
সারাদেশের তাপমাত্রা যেহেতু জায়গাভেদে আলাদা হয়, তাই যখন যিনি যে জায়গা থেকে অর্ডার করছেন, তখন তার জন্য নির্দিষ্ট পণ্যে ঠিক তত শতাংশ ছাড় দেওয়া হবে। কোনো জেলায় ৪৩ ডিগ্রি হলে, সে ৪৩ শতাংশ পাবে। ২৮ ডিগ্রি হলে সে ২৮ ডিগ্রি পাবে।
ঘরে বসেই অর্ডার করুন রঙ বাংলাদেশ-এর অফিশিয়াল ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh অথবা ওয়েবসাইট- www.rang-bd.com থেকে। অর্ডার করতে মেসেজ করুন অথবা যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে 01777-744344, 01799-998877 ।