Monday, January 20, 2025
spot_img
Homeজীবনের খুঁটিনাটি'রঙ বাংলাদেশ'-এর বিজয় উৎসব

‘রঙ বাংলাদেশ’-এর বিজয় উৎসব

সাতকাহন২৪.কম ডেস্ক

১৯৭১ – এর রক্তঝরা বিজয় থেকে ২০২৪ – এর তারুণ্যের জয় – প্রজন্ম থেকে প্রজন্মে লাল সবুজের গৌরব। ১৯৭১ সালে রক্তঝরা সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, আর ২০২৪ সালে আমাদের তরুণ প্রজন্ম তাদের অধিকার আদায়ে এক নতুন উদাহরণ তৈরি করেছে।

বাংলাদেশের ভবিষ্যৎ এখন তরুণ প্রজম্মের হাতে, আর এবারের বিজয় দিবস সেই গৌরবের এক নতুন সময়ের দোরগোড়ায়। এই তরুণরাই পুরোনোকে সঙ্গে নিয়ে নতুন দেশ গড়বে নতুন দৃষ্টিভঙ্গিতে।

আমাদের বিজয়ের প্রতীক লালসবুজের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আধুনিক ভাবনায় বাংলাদেশের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করবে। আর এইজন্য সবচেয়ে জরুরি হচ্ছে আত্মবিশ্বাস, যা পোশাকের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় অনেক।

তাই, বাংলাদেশের স্বাধীনতার-বিজয়ের সকল প্রতীক নিয়ে ‘রঙ বাংলাদেশ’-এর এবারের বিজয়ের আয়োজন। যেখানে প্রতিটি ডিজাইন ও পোশাক আমাদের ঐতিহ্য, সংগ্রাম ও স্বাধীনতার গল্প তুলে ধরে।

বিজয়ের এ আয়োজনে থাকছে ছোট-বড়দের শাড়ি, পাঞ্জাবি, কামিজ, শাল, মগ, সুভিনির সামগ্রী ইত্যাদি। কাপড়ে প্রাধান্য পেয়েছে কটন, স্লাব কটন, জেকার্ড কটন, হাফ সিল্ক। পোশাকে ভ্যালু অ্যাড করার জন্য অনুপ্রাণিত ডিজাইনগুলো হচ্ছে ফোর এলিমেন্টসের আর্থ, বাংলাদেশের ম্যাপ, রয়েল বেঙ্গল টাইগারের স্ট্রাইপ এবং বাংলাদেশের পুরানো স্ট্যাম্প, যা ফুটে উঠেছে স্ক্রিন প্রিন্ট ও ব্লক প্রিন্টের মাধ্যমে।

আমরা বিশ্বাস করি, বিজয়ের রঙ সব সময় জীবিত থাকে এবং তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়ে। এবার বিজয় দিবসে ‘রঙ বাংলাদেশ’-এর পোশাকে উদযাপন করুন বাংলাদেশের অবিচলিত গৌরব ও সংগ্রাম।

‘রঙ বাংলাদেশ’-এর ঢাকা ও ঢাকার বাহিরের সকল আউটলেটেই পাওয়া যাচ্ছে বিজয় উৎসবের এ আয়োজন। এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্মে বিজয় উৎসবের পন্য ক্রয়ের জন্য ভিজিট করুন www.rang-bd.com অথবা রঙ বাংলাদেশের ফেসবুক পেজে www.facebook.com/rangbangladesh। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন রঙ বাংলাদেশের হোয়াটস্ অ্যাপ সম্বলিত 01777744344 ও 01799998877 হটলাইনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments