Tuesday, October 8, 2024
spot_img
Homeঅন্যান্যরঙ বাংলাদেশের পোশাকে ঈদের আমেজ

রঙ বাংলাদেশের পোশাকে ঈদের আমেজ

সাতকাহন২৪.কম ডেস্ক

ঈদুল আযহা কড়া নাড়ছে সবার ঘরে। ঈদুল ফিতরের মতো পোশাকী ঈদ না হলেও ত্যাগের শিক্ষাই এই ঈদের মূলমন্ত্র। তবুও কোরবানির ঈদে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে নিত্য-নতুন সব ডিজাইনের পোশাক।

নতুন পোশাকে এই ঈদকে আরও বেশি রঙিন করে তুলতে দেশের শীর্ষ স্থানীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ ‘আমরা সময়কে রাঙিয়ে তুলি’ প্রতিপাদ্যে তৈরি করেছে এবারের ঈদ পোশাক। এবারের ডিজাইন ও থিম প্রসঙ্গে প্রধান নির্বাহী সৌমিক দাস জানান, ‘এবারের ঈদ পোশাকের নকশায় গুরুত্ব পেয়েছে একাধিক পাখির রঙ এবং পাখির বিভিন্ন মোটিফ। এর সঙ্গে রাখা হয়েছে বাংলাদেশের সংস্কৃতি ও ধর্মীয় আবহর সঙ্গে সময়, প্রকৃতি, আবহাওয়া আর আন্তর্জাতিক ট্রেন্ডের সমন্বয়।’

ঈদ পোশাকে ব্যবহার করা হয়েছে সুতি, লিনেন, হাফসিল্ক, মসলিন, বেক্সি-কটনসহ বিভিন্ন ধরনের দেহের সঙ্গে মানানসই আরামদায়ক কাপড়। আর পোশাকের মোটিফকে রাঙাতে মূল রঙ হিসেবে ব্যবহার করা হয়েছে কমলা, অলিভ, নীল, সাদা, কালো। আর সহকারি রঙ হিসেবে রয়েছে লাল, হলুদ, অ্যাশ, মেরুন, সবুজ, অফ-হোয়াইট ও মাল্টিকালার কম্বিনেশন। পোশাকের সৌন্দর্য বাড়াতে করা হয়েছে স্ক্রিনপ্রিন্ট, ব্লকপ্রিন্ট, ডিজিটালপ্রিন্ট, হাতের কাজ সহ নানান ভ্যালু এ্যাডেড মিডিয়ার ব্যবহার। বাহারি রঙে রাঙানো কাপড় দিয়ে তৈরি করা হয়েছে মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ, টপস, সিঙ্গেল কামিজ আর ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্টসহ নানান সব পোশাক।

ঈদ আনন্দে পিছিয়ে নেই ছোটরাও। তাদের জন্য সালোয়ার কামিজ, ফ্রক, টপস, পাঞ্জাবি, শার্টসহ রকমারি সব পোশাক তো থাকছেই, সঙ্গে রয়েছে বাবা-ছেলে, মা-মেয়ের ডুয়েট পোশাক, ম্যাচিং করা কাপল পোশাক আর পুরো পরিবারের জন্য ফ্যামিলি প্যাকেজ। এর পাশাপাশি রয়েছে ‘রঙ বাংলাদেশ’- এর রেগুলার পোশাক।

‘রঙ বাংলাদেশ’- এর ঢাকাসহ সারাদেশের যেকোন আউটলেটেই পাবেন আকর্ষণীয় এই ঈদ পোশাক। তাই নিজে কিনুন এবং প্রিয়জনকে উপহার দিন এবারের ঈদ পোশাক। শোরুম ছাড়াও কেনাকাটার জন্য নিজস্ব ই-কমার্স সাইট www.rang-bd.com এবং ফেসবুক পেইজ https://www.facebook.com/rangbangladesh থেকেও সংগ্রহ করতে পারেন এবারের ঈদ সংগ্রহ। আর হোমডেলিভারির মাধ্যমে আপনার অর্ডার করা ‘রঙ বাংলাদেশ’ এর পণ্য সম্পূর্ণ সুরক্ষায় পৌঁছে যাবে আপনার ঘরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments