Monday, January 20, 2025
spot_img
Homeজীবনের খুঁটিনাটিযে ৬ লক্ষণে বুঝবেন বন্ধু গোপনে আপনার শত্রু

যে ৬ লক্ষণে বুঝবেন বন্ধু গোপনে আপনার শত্রু

সাতকাহন২৪.কম ডেস্ক

বন্ধু মানে তো সেই যাকে নির্দ্বিধায় সব মনের কথা খুলে বলা যায়। হাসি-কান্না সবটাতেই যে পাশে থাকবে ছায়ার মতো। তাই নয় কি ?

তবে সেই মানুষটিই আস্তিনের সাপ হলে, কষ্টটা একটু বেশিই পেতে হয়। তাই বন্ধু নির্বাচনে সতর্ক হওয়া জরুরি। আপনি যার সঙ্গে মিশছেন, সে আসলেই আপনার প্রকৃত বন্ধু, কি না তা বুঝতে পারবেন এই ছয়টি লক্ষণে। চলুন জানি-

  • সে সবসময়ই আপনার সমালোচনা করে। কিন্তু কথাটা এমনভাবে বলে যেন মনে হয় আপনার খুব উপকার করে
    দিচ্ছে।
  • বন্ধুর সঙ্গে কথা বলা বা বেড়াতে যাওয়ার পর কি আপনার বিরক্ত লাগতে শুরু করে বা মেজাজ খারাপ হতে শুরু করে? বিষয়টি এমন হলে বন্ধু নির্বাচনে সাবধান।
  • আপনার ভালো কিছু অর্জনকে সে উদযাপন করে না, এমনকি কেউ আপনার প্রশংসা করে দুটো কথা বললেও বেশিক্ষণ তার ভালো লাগে না, এমন হলে সে প্রকৃত বন্ধু নয়।
  • অন্যের প্রতি দোষারপ ও অভিযোগ করা, অন্যের খুঁত ধরা তার রোজকার অভ্যাস। একটু চিন্তা করে দেখুন, আপনি কতবার এটির শিকার হয়েছেন? তাহলে বুঝে যাবেন, সে আপনার কতটা ভালো বন্ধু।
  • আপনার কঠিন সময়ে সে কতবার পাশে ছিলো? তারও একটি তালিকা করে ফেলুন। বুঝবেন যেই ভালোবাসা ও উদারতা আপনি তাকে দেখাচ্ছেন, সেটি আসলেই কি পাওয়ার যোগ্য সে!
  • আপনার বন্ধু কি সবসময় জীবনকে একটা প্রতিযোগিতা হিসেবে চিন্তা করে এবং আপনার সঙ্গে তার তুলনা করতে থাকে বা অন্য কারো সঙ্গেও তার নিজের তুলনা করতে থাকে ? এমন হলে একটু থামুন। সাধারণত ঈর্ষাপরায়ণ ও নিরাপত্তাহীনতায় ভোগা মানুষই এমন হয়। এদের কাছ থেকে সতর্ক হন। এরা বন্ধুর খোলসে শত্রু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments