সাতকাহন২৪.কম ডেস্ক
জীবন চ্যালেঞ্জিং। প্রতি মুহূর্তে এখানে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সেটি পার করতে হয়। আর এই পথ পারি দিতে গিয়ে মানুষ নানা বিষয় শিখে; শিখে জীবনদর্শন। তবে কিছু বিষয় রয়েছে যেগুলো একটু আগেভাগে বুঝলে হয়তো খানিক স্বস্তি মেলে।
- সবই অস্থায়ী।
- জীবন সবসময় আপনার সঙ্গে স্বচ্ছ থাকবে, তা নয়।
- বন্ধু-বান্ধবদের চেয়ে পরিবার বেশি গুরুত্বপূর্ণ।
- রাগের অন্তরালে ভয় থাকে।
- ঝুঁকি না নেওয়াটাই সবচেয়ে বড় ঝুঁকি।
- জীবন স্থায়ী নয়।
- এখন যেই বিষয়টি কষ্ট দিচ্ছে, সেটির তীব্রতা এক সময় কমে যাবে।
- আপনি সুখি থাকবেন কি না, সেটা আপনার পছন্দ।
- সতর্ক হয়ে পথ চলা জরুরি।
- টাকা খুব বড় বন্ধু। তাই টাকা উপার্জনে মনোযোগ দেওয়া জরুরি।
সূত্র : স্টোইককোট