Thursday, February 13, 2025
spot_img
Homeজীবনের খুঁটিনাটিমোবাইল ফোনে পানি ঢুকেছে ? ৫টি কাজ করুন

মোবাইল ফোনে পানি ঢুকেছে ? ৫টি কাজ করুন

সাতকাহন২৪.কম ডেস্ক

বই পড়া থেকে খাবারের অর্ডার, ভিডিও দেখা থেকে ইমেইলের উত্তর দেওয়া- বর্তমানে বিশ্বের প্রায় সবই মোবাইল ফোনের মাধ্যমে করা হয়। এই জন্য ফোনটি সারাক্ষণ আমাদের সঙ্গেই থাকে। তাই যন্ত্রণটি ভিজে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটা অস্বাভাবিক কিছু নয়।

মোবাইল ফোন পানিতে ভিজে গেলে বা এর মধ্যে পানি ঢুকলে কয়েকটি করণীয় বিষয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রিডা’র্স ডাইজেস্ট।

১. ফোন বন্ধ করে দিন
ফোনে পানি ঢুকলে বা ভিজে গেলে দ্রুত বন্ধ করে দিন। ভেজা অবস্থায় এটি চালু রাখলে ভেতরকার সার্কিট ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে যন্ত্রণটি আরো নষ্ট হবে। তাই পানি ঢুকলে দেরি না করে ফোন বন্ধ করাই বুদ্ধিমানের কাজ হবে।

২. খালি করুন
ফোন থেকে চার্জার, হেডফোন সরিয়ে নিন। সম্ভব হলে সিম কার্ড ও ব্যাটারি খুলে ফেলুন। অর্থাৎ ফোনের সঙ্গে সম্পর্কিত সব যন্ত্রাংশ খুলে একে খালি করে ফেলুন। এতে যন্ত্রাংশগুলো সুরক্ষিত থাকবে।

৩. তোয়ালে দিয়ে মুছে শুকাতে দিন
একটি নরম তোয়ালে দিয়ে ফোন আলতো করে মুছুন। এরপর তোয়ালেতে রেখে স্বাভাবিক তাপমাত্রায় শুকাতে দিন। হেয়ার ড্রায়ার, ক্লথ ড্রায়ার বা মাইক্রো ওয়েভ ব্যবহার করে ফোন শুকাতে যাবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।

৪. চালে দেওয়ার আগে ভাবুন
অনেকেই ফোন ভিজে গেলে শুকানোর জন্য চালের মধ্যে রাখে। এতে অনেকটা কাজ হলেও বেশিরভাগ বিশেষজ্ঞরা একে ভালো সমাধান মনে করে না। সেলফোন এডুকেশন প্রতিষ্ঠান প্যাইটি ফরওয়ার্ড (Payette Forward)- এর বিশেষজ্ঞ ড্যাভিড লাইন্স বলেন, ‘ভুলেও আপনার আই ফোনটিকে চালের মধ্যে রাখতে যাবেন না। এতে না শুকিয়ে উল্টো চাল ও চালের মধ্যে থাকা ধুলো-বালি ঢুকবে। ফোনটি আরো ক্ষতিগ্রস্ত হবে।’

৫. ভালোভাবে শুকাতে দিন, এরপর ব্যবহার করুন
ফোনটিকে পুণরায় ব্যবহারযোগ্য করে তুলতে ভালোভাবে শুকাতে হবে। ফোন খোলার পর চালু না হলে, আবারও বন্ধ করে দিন এবং শুকান। সবচেয়ে ভালো হয়, প্রফেশনাল এক্সপার্ট বা মেকানিকের কাছে নিয়ে যেতে পারলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments