সাতকাহন২৪.কম ডেস্ক
সোরিয়াসিস এক ধরনের চর্মরোগ। সাধারণত হাতের কনুই, হাঁটু, নখ ইত্যাদি অংশে রোগটি হয়। তবে কখনো কখনো সোরিয়াসিস মাথার তালুতেও হতে পারে।
প্রথমদিকে এই রোগটি অনেকেই বুঝতে পারে না। সাধারণ খুশকি হিসেবে ভেবে বসে। তবে পরে ক্ষত, জ্বালাপোড়া, তীব্র চুলকানি ইত্যাদি হতে থাকলে এবং রোগ বাড়লে স্বাভবিক জীবন ব্যাহত হয়।
‘শুরুতে এটি একটি আঁশযুক্ত লালচে প্যাচ হিসেবে মাথার এক অংশে দেখা দিলেও ধীরে ধীরে সমস্ত মাথার খুলিতে ছড়িয়ে পড়ে। তখন ঘাড়, পিঠ ও কানের পিছনের অংশও আক্রান্ত হয়,’ বলছিলেন রিজুভা ওয়েলনেসের প্রধান চর্মরোগ বিশেষজ্ঞ ডা. তাওহীদা রহমান ইরিন।
চর্মরোগ বিশেষজ্ঞ ডা. তাওহীদা রহমান ইরিন বলেন, ‘আমাদের ত্বকে স্বাভাবিক কোষ তৈরির যে চক্র থাকে সোরিয়াসিসের কারণে সেটি অনেক বেড়ে যায়। তাই আমাদের চিকিৎসার প্রধান লক্ষ্য থাকে দ্রুত বর্ধনশীল কোষের বৃদ্ধি রোধ করা।রোগের প্রকোপ কমাতে স্টেরয়েড, স্যালিসাইলিক অ্যাসিড-জাতীয় ওষুধ ব্যবহার করা হয়।’
এ ছাড়া স্ক্যাল্প সোরিয়াসিস কমাতে ডা. তাওহীদা রহমান ইরিনের চার পরামর্শ :
১. মাথার তালুতে সোরিয়াসিস কমাতে টারযুক্ত শ্যাম্পু অনবদ্য ভূমিকা পালন করে। চিকিৎসকরা সাধারণত সপ্তাহে চার দিন ব্যবহারের নির্দেশনা দিয়ে থাকে। প্রথমে চিরুনি দিয়ে চুল ভালোভাবে আঁচড়ে স্কেলগুলো হালকা সরিয়ে শ্যাম্পু লাগাতে হবে। ১০ মিনিট মাথায় রেখে তারপর ধুয়ে ফেলুন।
২. ভিটামিন ডি অ্যানালগ ব্যবহার করা যেতে পারে। এগুলো মলম, জেল বা লোশন হিসেবে পাওয়া যায়। এই ভিটামিন ডি অ্যানালগ দিনে দুই বার ব্যবহার করলে ভালো ফলাফল আসে। তবে এই ওষুধটি আপনার ত্বকের জন্য সুবিধাজনক কি না তা জানার জন্য ব্যবহারের আগে ছোট একটি প্যাঁচ টেস্ট করে নিন।
৩. রোগটির চিকিৎসায় দীর্ঘদিন স্টেরয়েড, স্যালিসাইলিক অ্যাসিড-জাতীয় ওষুধ ব্যবহার করলে ম্যাইনটেনেন্স চিকিৎসা পদ্ধতি হিসেবে বেছে নিতে পারেন যেকোনো ইমোলিয়েন্ট বা তেল। কারণ দীর্ঘস্থায়ী ব্যবহারের পরও এগুলোর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া থাকে না।
৪. ইউভি রশ্মি চিকিৎসাবিজ্ঞানে একটি বিস্ময়কর সংযোজন। সূর্যালোকে ইউভিবি বিদ্যমান থাকলেও রোগের ধরন অনুযায়ী কৃত্রিমভাবে এটি প্রয়োগ করা যায়। এটি একটি কার্যকর চিকিৎসা পদ্ধতি। এটি চামড়ার ভেতরে প্রবেশ করে অস্বাভাবিক কোষ বৃদ্ধির গতি কমায়। সাধারণত ফটোথেরাপি চিকিৎসা চলাকালীন সাময়িকভাবে চামড়া লাল হওয়া, জ্বালাপোড়া অনুভূত হতে পারে। এ ক্ষেত্রে ইউভিবি-এর পরিমাণ কিছুটা কমানো যায়।
এই আধুনিক চিকিৎসাবিজ্ঞানের যুগে মাথার তালুর সোরিয়াসিস হুমকি নয়। এটি কেবল একটি থেরাপিউটিক চ্যালেঞ্জ। তাই উপসর্গ দেখা মাত্রই চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ থাকুন।