সাতকাহন২৪.কম ডেস্ক
‘বিউটি আর্টিস্ট হওয়া বা বিউটি স্যালন তৈরি করাকে অনেকে খুব হীন দৃষ্টিতে দেখে। তাদের কাছে একে খুব তুচ্ছ পেশা মনে হয়। তবে আমি আমার বিউটি স্যালন দিয়ে নিজের পরিবারের খরচ চালাচ্ছি, পাশাপাশি আরো পাঁচটি মেয়ের সংসারের খরচ উঠে আসে এই প্রতিষ্ঠান থেকে,’ বলছিলেন চট্টগ্রামের মেয়ে সিমলা পাল।
সিমলা ২০১৭ সালে ‘উজ্জ্বলা’-তে বিউটি আর্টিস্ট হওয়ার জন্য প্রশিক্ষণ নেন। ছোটবেলা থেকে সাজতে পছন্দ করা এই মেয়েটি, এক সময় নিজেই ভাবলেন অন্যদের সাজাবেন। নিজেকে এই পেশায় দক্ষ করে তুলে সুনাম অর্জন করবেন। সিমলা বলেন, ‘এই পেশার কথা শুনলে মানুষ যখন খুব ছোট করে দেখতো, তখন বেশ রাগ হতো। মনে হতো, তাদের একদিন দেখিয়ে দেবো। আলহামদুলিল্লাহ্, আমি পারছি। আমি মনে করি এটি এমন একটি পেশা, যার মাধ্যমে একজন মেয়ে খুব চমৎকারভাবে উদ্দ্যোক্তা হয়ে উঠতে পারে এবং আরো কয়েকটি মানুষকে চাকরি দিয়ে তাদেরও সহযোগিতা করতে পারে। বর্তমানে পার্লারের পাশাপাশি আমার একটি বুটিকসও রয়েছে।’
সিমলা উজ্জ্বলার কথা জানতে পারেন ফেসবুক পেইজের মাধ্যমে। তিনি বলেন, উজ্জ্বলা আমাকে বিউটিফিকেশন জীবনে সফলতা আনতে শতভাগ সাহায্য করেছে। এ জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। এমনও হয়েছে আমি একটি কোর্স দুই বারও করেছি। আমার অনেক ভালো লাগতো। আর উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা ও বিউটি আর্টিস্ট আফরোজা পারভীন আপা এমনভাবে প্রেরণা দিয়েছেন, মনে হয়েছে সব বাধা উপেক্ষা করে আমিও এগিয়ে যেতে পারবো। উনি আমার আইডল।’
সিমলা স্বপ্ন দেখেন, তার ক্ষুদ্র উদ্যোগ আগামীতে আরো সফলতার মুখ দেখবে এবং তার মাধ্যমে আরো নারীর কর্মসংস্থান হবে। সিমলা বলছিলেন, ‘নিজের চেষ্টায় জীবনটাকে অনেক দূর এগিয়ে নিতে চাই। আমার মনে হয়, একটি মেয়ের অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়াটা খুব জরুরি। স্বনির্ভরতার এক অন্যরকম শক্তি থাকে।’
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিল ৯৬তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :
https://www.facebook.com/UjjwalaBD
https://www.instagram.com/UjjwalaBD/
ফোন : ০১৩২৪৭৩৪১৫৭