সাতকাহন২৪.কম ডেস্ক
শীত শেষ। বসন্তের হাওয়া বইছে চারদিকে। এবারের ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব পালন হচ্ছে একই দিনে। বাঙালির জন্য এটি বেশ উদযাপনের একটি দিন।
এই সময়টিকে বর্ণিল করতে উৎসবে যারা বাহিরে বের হচ্ছেন তাদের সাজের ক্ষেত্রে জরুরি কিছু পরামর্শ জানিয়েছেন
বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের স্বত্বাধিকারী আলেয়া শারমিন কচি।
১. এই সময়ের সাজের ক্ষেত্রে ভারী ফাউন্ডেশন বা পেনকেক ব্যবহার না করলেই ভালো লাগবে। বেজ হিসেবে কেবল ময়েশ্চারাইজার বা প্রাইমার দিয়ে সেজে নেওয়া যেতে পারে।
২. আর ফাউন্ডেশন লাগাতে হলে খুব হালকা ব্যবহার করাই ভালো, যেন ত্বকের সঙ্গে মিশে যায় বা সামঞ্জস্য থাকে।

৩. গালে লাগাতে পারেন টিনট রঙের ব্লাশন। তাহলে দেখতে একেবারে ন্যাচারাল মনে হবে।
৪. চোখেও হালকা সাজই ভালো লাগবে। সোনালি সবুজাভ, বাদামি শ্যাডোর সঙ্গে চোখে ব্যবহার করতে পারেন কাজল।
তবে মাশকারা অবশ্যই ঘন করে দেওয়া চাই।
৫. লিপস্টিকের ক্ষেত্রে নুড, গাঢ় লাল, মপ ইত্যাদি রং পছন্দ অনুযায়ী বেছে নিন।
৬. ফতুয়া, সালোয়ার-কামিজ, টপস পরলে খোঁপায় ফুল না গুঁজে মাথায় ফুলের ব্যান্ড ব্যবহার করা যেতে পারে। এতেও দারুণ লাগবে।