Saturday, March 22, 2025
spot_img
Homeজীবনের খুঁটিনাটিঘরদোরবই যত্নে রাখার পাঁচ উপায়

বই যত্নে রাখার পাঁচ উপায়

সাতকাহন২৪.কম ডেস্ক

ইন্টারনেটের এই দুনিয়ায় এবং ই-বুকের এই যুগে, বই পড়া এখন একটি ক্লিকের বিষয়। কেবল নেটে গিয়ে ক্লিক করো, সামনেই বই হাজির। তবে হাতে ধরে কাগজের বই পড়ার যেই আনন্দ, তা সবসময়ই ভিন্নরকম। এটি পড়ার মানুষের সংখ্যাও নেহাত কম নয়। তবে বই পড়লেই তো হয় না, একে যত্নে রাখাটাও জরুরি।

মডেল: সুপ্রিতী গোস্বামী (তিনি রূপবিশেষজ্ঞ ও বাচিক শিল্পী)
মডেল: সুপ্রিতী গোস্বামী (তিনি রূপবিশেষজ্ঞ ও বাচিক শিল্পী)

বই যত্নে রাখার বিষয়ে কিছু পরামর্শ জানিয়েছেন রীনাত ফৌজিয়া। তিনি গভর্মেন্ট কলেজ অব অ্যাপলাইড হিউম্যান সাইন্সের সম্পদ ব্যবস্থাপনা ও এনট্রাপ্রেনরশিপ বিভাগের অধ্যাপক। তাঁর পরামর্শ অনুসারে-

  • যেসব বই আমরা রোজ পড়ি, সেগুলো বাহিরে খোলা জায়গায় রাখা যায়। তবে যেসব বই সবসময় পড়া হয় না, এগুলোকে দীর্ঘদিন ভালো রাখতে বুকসেল্ফে রাখা জরুরি। আর সেই বুকসেল্ফে সামনের অংশ কাঁচ লাগানো থাকলে বেশি ভালো। না হলে ধুলা জমে বই নষ্ট হয়।
  • পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধে বুকসেল্ফের কোণায় কোণায় ন্যাপথলিন দিয়ে রাখতে পারেন।
  • এ ছাড়া ছোট একটি কাপড়ে কালোজিরা পেঁচিয়ে পুটলি বেধেও রাখা যায়। এতেও পোকার আক্রমণ কমতে পারে।
  • যেই ঘরে বই রাখা হবে সেটি যেন স্যাঁত স্যাঁতে না হয়। কারণ বই যেহেতু কাগজের তাই স্যাঁত স্যাঁতে ঘরে রাখলে সহজেই নষ্ট হয়ে যেতে পারে। তাই আলো-বাতাস থাকবে এমন জায়গাতেই রাখা ভালো।
  • বছরে অন্তত এক বা দুই বার বুকসেল্ফ থেকে বই নামিয়ে পরিষ্কার করুন। এতে দীর্ঘদিন বই ভালো রাখা সম্ভব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments