Monday, November 4, 2024
spot_img
Homeস্বাস্থ্যকাহনচিকিৎসা চাইফিজিওথেরাপির প্রয়োজনীয়তা কী?

ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা কী?

ডা. দবির হোসেন

বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ। প্রতিবছর ৮ সেপ্টেম্বর সারাবিশ্বে দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য ‘কোমর ব্যথা ব্যবস্থাপনা ও প্রতিরোধে ফিজিওথেরাপিস্টের ভূমিকা রয়েছে’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর নির্দেশনা অনুযায়ী ফিজিওথেরাপি বা ফিজিক্যালথেরাপি হলো এমন একটি চিকিৎসা ব্যবস্থা, যা সম্পূর্ণ স্বাধীন এবং একজন ফিজিওথেরাপি চিকিৎসক স্বতন্ত্রভাবে রোগীর রোগ নির্ণয় করে চিকিৎসা ব্যবস্থা প্রদান করতে পারেন।

ফিজিওথেরাপি কী?

ফিজিও (শারীরিক) ও থেরাপি (চিকিৎসা) শব্দ দুটি মিলে ফিজিওথেরাপি বা শারীরিক চিকিৎসা কথাটি এসেছে। ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের এক অন্যতম ও অপরিহার্য শাখা।

শুধু ওষুধ সব রোগের পরিপূর্ণ সুস্থতা দিতে পারে না। বিশেষ করে বিভিন্ন মেকানিক্যাল সমস্যা থেকে যে রোগের সৃষ্টি হয়, তার পরিপূর্ণ সুস্থতা লাভের উপায় ফিজিওথেরাপি।

ফিজিওথেরাপি হলো একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি। এখানে একজন থেরাপিস্ট রোগীর সব কথা শুনে-বুঝে, ভালোভাবে দেখে এবং প্রয়োজনে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে থাকেন। এরপর আঘাত বা অঙ্গ বিকৃতির ধরন নির্ণয় করে রোগীকে বিভিন্ন ধরনের ফিজিক্যাল পদ্ধতির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।

সড়ক দুর্ঘটনা, শারীরিক প্রতিবন্ধিতা, বিকলাঙ্গতা, পক্ষাঘাত ও বড় কোনো অস্ত্রোপচারের পর রোগীর স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা অনস্বীকার্য। এ ছাড়া বিভিন্ন ধরনের বাত, মাথা, ঘাড়, কাঁধ, পিঠ, কোমর ও হাঁটুর ব্যথায় এবং স্পোর্টস ইনজুরিতে ফিজিওথেরাপি বিশ্বব্যাপী একটি স্বীকৃত চিকিৎসা ব্যবস্থা।

ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা

আমরা যত আধুনিক প্রযুক্তির দিকে এগিয়ে চলছি, তত স্বাস্থ্যগত সমস্যায় আক্রান্ত হচ্ছি। দেখা গেছে, শরীরের বিভিন্ন রোগ শুধু ওষুধ দিয়ে নিরাময় করা সম্ভব হয় না। বিশেষ করে যেসব রোগের উৎস বিভিন্ন মেকানিক্যাল সমস্যা, সেখানে ওষুধের ভূমিকা তুলনামূলকভাবে কম। যেমন– বাত, কোমর ব্যথা, ঘাড়ব্যথা, হাঁটুব্যথা, আঘাতজনিত ব্যথা, হাড় ক্ষয়জনিত রোগ, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, স্ট্রোক, প্যারালাইসিস, মুখ বেঁকে যাওয়া, সেরিব্রাল পালসি, স্পোর্টস ইনজুরি ইত্যাদি।

ফিজিওথেরাপি এসব রোগ থেকে মানুষকে পুরোপুরি মুক্তি না দিতে পারলেও উপশম করতে পারে। এতে রোগীর উন্নতি হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপির (ডব্লিউসিপিটি) মতে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক প্রফেশনাল ডিগ্রিধারীরাই ফিজিওথেরাপি চিকিৎসক বা ফিজিওথেরাপিস্ট এবং স্বাধীনভাবে চিকিৎসা সেবা প্রদান করতে পারেন।

ডা. দবির হোসেন দিনু
ডা. দবির হোসেন

লেখক : জুনিয়র কনসালটেন্ট, পেইন ম্যানেজমেন্ট
রিজুভা ওয়েলনেস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments