সাতকাহন২৪.কম ডেস্ক
জানেন কি, প্রাচীন সময়ে প্রেমে পড়াকে একটি রোগ হিসেবে ধরা হতাে? কারণ, ওই সময়ে মানুষের খাবার খাওয়ার ইচ্ছা কমে যেত, হার্টবিট অস্বাভাবিক হতো এবং তারা ভিন্নভাবে চিন্তা করত।
তবে আধুনিক বিজ্ঞানের কল্যাণে এটি জানা হয়ে গেছে যে প্রেমে পড়া কোনো রোগ নয়। তবে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, প্রেমে পড়লে মানুষের মস্তিষ্কে বিভিন্ন পরিবর্তন আসে। আর এটি তাদের মধ্যে আচরণগত অস্বাভাবিকতা তৈরি করে। প্রেমে পড়লে মস্তিষ্কের কী পরিবর্তন হয়, চলুন জানি-
১. আমাদের মস্তিষ্কে এক ধরনের কেমিক্যাল রয়েছে, যার নাম ফিনাইলইথালামিন। প্রেমে পড়লে এটি বেড়ে যায়। এটি আমাদের বিচার-বুদ্ধিকে দুর্বল করে দেয়। যেমন : হয়তো প্রেমের শুরুর দিকে সঙ্গীর কোনো কিছুতেই ভুল ধরবেন না আপনি। মানে তার কোনো কিছুই ভুল মনে হবে না।
২. আমাদের মস্তিষ্কের যে অংশ সামাজিক বিচার ও ভয়ের সঙ্গে সংযুক্ত থাকে, সেটি অকার্যকর হয়ে পড়ে এই সময়। তাই হয়তো অনেকে বলে, পেয়ার কিয়া তো ডারনা ক্যায়া। অর্থাৎ, প্রেমে পড়লে ভয় কীসের? কারণ, আসলেই ভয় অনেকটা কমে যায় প্রেমের সময়।
সূত্র : সুরভিগান্ধি ইন্সটাগ্রাম