Wednesday, July 16, 2025
spot_img
Homeঅন্যান্যনজরুল ও রবীন্দ্রনাথ বর্তমান সমাজেও প্রাসঙ্গিক: মোহন রায়হান

নজরুল ও রবীন্দ্রনাথ বর্তমান সমাজেও প্রাসঙ্গিক: মোহন রায়হান

সাতকাহন২৪.কম ডেস্ক

জামালপুর সমিতি, ঢাকার আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল সোমবার, ১৯ মে জাতীয় যাদুঘরের প্রধান মিলনায়তনে বিকেল পাঁচটায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন গবেষকেরা। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর, কাজী নজরুল ইসলামের জীবন ও কাব্য নিয়ে আলোচনা করেন নজরুল ইন্সটিটিউটের সাবেক নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন, নজরুল গবেষক ও বাচিক শিল্পী টিটু মুন্সী, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মো. জাকির হোসেন বলেন, ‘নজরুলের জীবন আর কবিতায় কোন তফাত নেই। যখন যা নিয়ে কবিতা লিখেছেন তা নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। নজরুল কবি এর চেয়ে বড় ছিল তার কর্মীসত্ত্বা। যদি তিনি শুধু কবিতা লিখতেন তাহলে তার জীবনটা এত কষ্টের হত না।’

কবি মোহন রায়হান বলেন, ‘বাংলা সাহিত্যে সেই আদি চর্যাপদ থেকে শুরু করে আজ অবধি কেউ নজরুল ও রবীন্দ্রনাথকে ছাড়িয়ে যেতে পারেননি।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নজরুল ছিলেন সাম্য ও মানবতার কবি, বাংলা সাহিত্যের বিদ্রোহের যুবরাজ এবং রবীন্দ্রনাথ ছিলেন বাংলা ভাষা সাহিত্যের বিশাল পন্ডিত। নজরুল ও রবীন্দ্রনাথ দুজনেই ব্রিটিশ উপনিবেশ থেকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য কলম ধরেছেন, আন্দোলন করেছেন এবং কুসংস্কারের বিরুদ্ধে লেখনীর মাধ্যমে প্রতিবাদ করেছেন।

বাংলাদেশের আজকের যা প্রেক্ষাপট, আজকের যা বাস্তবতা সেখানে ধর্মীয় মৌলবাদ, কুসংস্কার, সাম্প্রদায়িকতা সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এখানেই রবীন্দ্র-নজরুল দুজনেই আজও প্রাসঙ্গিক। আগামী দিনের একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক স্বপ্নের বাংলাদেশ গড়তে নজরুল ও রবিন্দ্রনাথকে ধারণ করার কোনো বিকল্প নেই।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান ময়না। প্রয়াত বিএনপি নেতা ব্যরিস্টার আব্দুস সালাম তালুকদারের একমাত্র মেয়ে সালিমা তালুকদার, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, ‘নজরুলের বল বীর চির উন্নত মম শির- আমাকে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করে। তার মধ্যে সাম্প্রদায়িক কোনো চিন্তা ছিল না। তাকে অনেকেই ভেবেছে সে ধর্ম থেকে চ্যূত হয়েছে, কিন্তু সে তার গানে তার জবাব দিয়ে দিয়েছে।’

অনুষ্ঠান শেষে সভাপতি হাফিজুর রহমান ময়না ও মহাসচিব অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের নেতৃত্বে ২০২৫ থেকে ২০২৬ মেয়াদের জন্য সমিতির নির্বাহী কমিটির পরিচিতি ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জামালপুর জেলা সমিতির সদস্যরা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments