Sunday, November 3, 2024
spot_img
Homeঅন্যান্যদুর্গোৎসবের পোশাক নিয়ে রঙ বাংলাদেশ

দুর্গোৎসবের পোশাক নিয়ে রঙ বাংলাদেশ

সাতকাহন২৪.কম ডেস্ক

শুভ্র আকাশ, মেঘের ছোটাছুটি, ঋতু পরিবর্তনের এই হাওয়া জানান দিচ্ছে, শরৎকাল এসেছে। মহালয়ার সঙ্গে সঙ্গেই দেবীপক্ষের সূচনা হয়ে যাবে কিছুদিন পরেই। দেবীকে বরণ করার জন্য প্রস্তুত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীরা।

উৎসবের আমেজ ছড়িয়ে পড়ছে সবদিকেই। বাঙ্গালির উৎসব তালিকায় যতগুলো রয়েছে, তার মধ্যে দুর্গোৎসব অন্যতম। দুর্গাপূজার ষষ্ঠী থেকে দশমী, কুমারী পূজা থেকে সিঁদুর খেলা, ধুনুচি নাচ থেকে প্রসাদ বিতরণ, প্রতিদিন সন্ধ্যা আর সকালের অঞ্জলি থেকে ভাসান- প্রতিটি অংশেই আনন্দ আরো বেড়ে যায় মাননসই পোশাক পরিধানে।

দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে পোশাক শিল্পে উজ্জীবিত করার লক্ষ্যে নিরলস কাজ করে যাওয়া অন্যতম ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড রঙ বাংলাদেশ এবারও দুর্গোৎসবের আয়োজন নিয়ে এসেছে। ‘দেশের পোশাকে, দেশের উৎসব’ শ্লোগানকে ব্রত করে এবারে কাপড় থাকছে সব বয়সী মানুষের জন্য।

কম্বোডিয়ার বিশ্ব ঐতিহ্যের প্রতীক আঙ্করভাট মন্দিরের নান্দনিক শিল্পশৈলী রঙ বাংলাদেশ এর প্রেরণা হয়েছে দুর্গোৎসবের আয়োজনে। বৈচিত্র্যময় থিম বা মোটিফ-এর আলোকে কাজ করার ধারাবাহিকতায় আঙ্করভাট মন্দিরের নানান ডিজাইন দিয়ে সাজিয়েছে নকশা। এ ছাড়াও রয়েছে আলপনা, টেরাকোটা, পদ্মফুল, পূজার মন্ত্র ও নানান অনুসঙ্গ; যা প্রতিটি পোশাককে করেছে আকর্ষণীয় ও নান্দনিক।

উৎসবপ্রেমী বাঙ্গালি দুর্গোৎসব-এর পছন্দে রঙিন কাপড়কেই প্রাধান্য দিয়ে থাকে। এতে রঙ বাংলাদেশ এবারের পোশাক লাল, হলুদ, মেরুন, ভায়োলেট, গেরুয়া ও সাদা কালার কম্বিনেশনে ডিজাইন করেছে। সময়, স্থান ও কাল বিবেচনায় যেহেতু এখন আবহাওয়া উষ্ণ ও আর্দ্র থাকে, তাই সচেতনভাবেই ব্যবহার করা হয়েছে কটন, স্লাব কটন, জ্যাকার্ড কটন, ভয়েল, লিনেন, হাফসিল্ক ও ধুপিয়ান ফেব্রিক্সের বিভিন্ন কম্বিনেশন। পাশাপাশি ভ্যাল্যু অ্যাড করা হয়েছে বিভিন্ন প্রকার স্কিনপ্রিন্ট, ব্লক প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারি, প্যাচওয়ার্ক ও কাট অ্যান্ড স্যু-এর মাধ্যমে।

ছবি : রঙ বাংলাদেশ
ছবি : রঙ বাংলাদেশ

রঙ বাংলাদেশের এবারের দুর্গোৎসব আয়োজনে থাকছে অনিন্দ্য সুন্দর সব শাড়ি, সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ, আনস্টিজ ড্রেস, স্কার্ট, ওড়না, পাঞ্জাবি, ধুতি, টি-শার্ট, শার্ট, ফতুয়া, কাতুয়া, উত্তরীয়, ব্যাগ, গহনাসহ পোশাক ও এক্সেসরিজের বিশাল সম্ভার।

এ ছাড়াও পরিবারের সকলে মিলে একই ডিজাইনের কাপড় পরিধানের জন্য রয়েছে ফ্যামেলি ম্যাচিং, বাবা-ছেলে, মা-মেয়ের ম্যাচিং, কাপল প্যাকেজ, ডুয়েট প্যাকেজ। এটি দুর্গোৎসবের আয়োজনকে করবে উৎসবমুখুর- আনন্দময়।

সেলাইবিহীন থ্রিপিস সেলাই করা, একই ধরনের ম্যাচিং পাঞ্জাবি ও শাড়ির সঙ্গে প্রয়োজনীয় অনুষঙ্গ ব্লাউজ বা পেটিকোট তৈরি করেও নিতে পারবেন ক্রেতাসাধারণ রঙ বাংলাদেশের যেকোনো আউটলেটের মাধ্যমে।

দুর্গোৎসবে সবার বাজেট বিবেচনায় রেখে পোশাকের মূল্য রাখা হয়েছে ক্রয়সাধ্যের মধ্যেই, থাকছে নানান অফারও। রঙ বাংলাদেশ-এর ঢাকা ও ঢাকার বাহিরের সকল আউটলেটেই পাবেন সকল আয়োজন।

ভিড় এড়িয়ে ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে ই-কমার্স সাইট www.rang-bd.com এবং ভেরিফাইড ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh। যেকোনো প্রয়োজনে ফোন/ হোয়াটসঅ্যাপে রয়েছে সাহায্যকারী ০১৭৭৭৭৪৪৩৪৪ এবং ০১৭৯৯৯৯৮৮৭৭ নম্বরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments