Wednesday, January 22, 2025
spot_img
Homeঅন্যান্যজামালপুর সমিতি, ঢাকার উদ্যোগে গুলশানে স্তন ক্যানসার সচেতনতায় পথসভা

জামালপুর সমিতি, ঢাকার উদ্যোগে গুলশানে স্তন ক্যানসার সচেতনতায় পথসভা

সাতকাহন২৪.কম ডেস্ক

জামালপুর সমিতি, ঢাকার উদ্যোগে ঢাকার বিভিন্ন স্থানে অঞ্চলভিত্তিক স্বাস্থ্য সচেতনতা ও স্ক্রিনিং (প্রাথমিক চেকআপ) কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আজ সমিতির অন্যতম নেতা হুমায়ুন কবীর স্বপনের নেতৃত্বে গুলশান ডিওএনসিসি মার্কেট ও নওয়াব ম্যানশন ব্যবসায়ী সমিতির সহযোগিতায় গুলশান-১ এলাকায় পথসভা, গোলাপি শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এবং জামালপুর সমিতি, ঢাকা’র আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, সাবেক যুগ্ম-মহাসচিব হেলাল তরফদার, সাবেক সমাজকল্যাণ সম্পাদক জিএম শফিকুল ইসলাম, সদস্য এডভোকেট আব্দুর রাজ্জাক, শামিম আজাদ, নজরুল ইসলাম দুলাল, আমানউল্লাহ আমান ও রানা সহ মার্কেট কমিটির সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ এই কার্যক্রমে অংশ নেন। পরবর্তী কর্মসূচি আয়োজিত হবে ঢাকার উত্তরায়।

ডা. রাসকিন জানান, জামালপুর সমিতি, ঢাকার নতুন কমিটির উদ্যোগে ঢাকাস্থ জামালপুরবাসী ও জামালপুর থেকে আগত চিকিৎসাপ্রার্থীদের এখন থেকে নিয়মিতভাবে স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments