সাতকাহন২৪.কম ডেস্ক
বলিউডের অন্যতম লাস্যময়ী অভিনেত্রী মাধুরী দীক্ষিতের আত্মপ্রকাশ ঘটে ১৯৮৪ সালে ‘অবোধ’ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর একের পর এক হিট ছবি দিয়ে ভারতীয় উপমহাদেশের অন্যতম লিজেন্ট অভিনেত্রীর তকমা পান তিনি। ৫৭ বছর বয়সের এই অভিনেত্রীর সৌন্দর্য, নাচ ও অভিনয় দক্ষতায় এখনো কুপকাত হয় সম্পূর্ণ ইন্ডাসট্রি।
নিজের সৌন্দর্য ধরে রাখতে সাধারণত ঘরে তৈরি উপাদানই মাধুরী দীক্ষিতের প্রথম পছন্দ। আর তাই, চুলের যত্নে যেই তেলটি ব্যবহার করেন, সেটিও নিজে ঘরে বানিয়ে নেন।
এই অভিনেত্রী তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘মাধুরী দীক্ষিত ন্যানে’- তে বলেন, ‘মেথি, নারকেল তেল, পেঁয়াজ ও কারি পাতা দিয়ে আমি একটি তেল তৈরি করি। এটি আমার চুলকে ঝলমলে ও প্রাণবন্ত রাখে। চুলের যত্নে আপনারাও এই তেল ব্যবহার করে দেখতে পারেন।’
তেল তৈরির উপাদান
নারকেল তেল – আধা কাপ
কারি পাতা – ১৫ থেকে ২০ পাতা
মেথি – ১ চা চামচ
পেঁয়াজ – ১ কাপ
তেল যেভাবে তৈরি করবেন
একটি প্যানে সবগুলো উপাদান একসঙ্গে নিয়ে সিদ্ধ করুন। সিদ্ধ হয়ে এলে তেলটি ছেঁকে নিন। এবার একটি কন্টেইনারে ভরে দুই দিন রেখে দিন। এরপরই ব্যবহারের উপযুক্ত হয়ে যাবে এটি।
সূত্র : ইউটিউব চ্যানেল মাধুরী দীক্ষিত ন্যানে