Wednesday, July 16, 2025
spot_img
Homeঅন্যান্য'কে ক্র্যাফট'- এর বৈশাখী আয়োজন

‘কে ক্র্যাফট’- এর বৈশাখী আয়োজন

সাতকাহন২৪.কম ডেস্ক

সকল প্রাণে নব আনন্দের বার্তা নিয়ে আবার আসছে পহেলা বৈশাখ। বাঙালির এ সার্বজনীন আনন্দ উৎসব নববর্ষ বরণের নানা আয়োজন চলে দেশে এবং দেশের বাইরে। তাই বর্ষবরণের এ উৎসবকে সামনে রেখে কে ক্র্যাফট হাজির হয়েছে নতুন সংগ্রহ নিয়ে।

নানা মোটিফের অণুপ্রেরণায় আধুনিকতার সমন্বয়ে দেশীয় ঐতিহ্যকে নান্দনিকভাবে উপস্থাপন করা হয়েছে নানা রকম পোশাকে।

লোকজ, ক্ষুদ্র নৃগোষ্ঠী মোটিফ, জামদানি, নকঁশিকাঁথা, ইক্কাত, ট্র্যাডিশনাল, মুঘল, আল্পনা, রিকশা আর্ট এমন নানা মোটিফ ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে।

পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে সঙ্গে আরামের বিষয়টি মাথায় রেখে ফেব্রিক হিসেবে নেওয়া হয়েছে কটন, জ্যাকার্ড কটন, সুইস কটন, হ্যান্ডলুম কটন, লিনেন, জর্জেট, সিল্ক, জয়স্রী সিল্ক, হাফ সিল্ক, ও অরগাঞ্জা। লাল সাদার চিরচরিত সমন্বয়, সঙ্গে নানা রঙের ছোঁয়ায় পোশাকগুলো পেয়েছে বর্ণিল রূপ । আরামদায়ক, সময়োপযোগী ও উৎসবধর্মী কে ক্র্যাফটের বৈশাখী আয়োজনের পোশাকগুলো সকলের দৃষ্টি কাড়বে।

ছবি: কে ক্র্যাফট
ছবি: কে ক্র্যাফট

আয়োজনে রয়েছে নানা প্যাটার্নের সালোয়ার কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস্, ডাবল লেয়ারড কুর্তি, টিউনিক,গাউন, টপস-স্কার্ট। ছেলেদের জন্য রয়েছে পছন্দের ব্র্যান্ড কে ক্র্যাফটের রেগুলার, কাট বেইজড ও ফিটেড পাঞ্জাবি। এ ছাড়াও পাওয়া যাবে ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া ও টি শার্ট।

ছবি: কে ক্র্যাফট
ছবি: কে ক্র্যাফট

মেয়ে শিশুদের জন্য উৎসব ভিত্তিক পোশাকে থাকছে- সালওয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা সেট, টপস সেট, স্কার্ট। ছোট ছেলেদের জন্য নানা রঙের পাঞ্জাবি, হাফহাতা শার্ট, ফতুয়া ও টি শার্ট। প্যাটার্নে ভিন্নতা ও রঙে উৎসবের আমেজ বহন করবে। এ ছাড়াও ছোট মেয়েরা, বোন অথবা মায়ের সঙ্গে মিলিয়ে পরার জন্য সালওয়ার কামিজ, কুর্তি এবং বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি ও শার্ট থাকবে বরাবরের মতো। এ ছাড়া যুগলদের জন্য থাকবে বিশেষ পোশাক।

এবারের বৈশাখ আয়োজন কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এ ছাড়াও ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments