সাতকাহন২৪.কম ডেস্ক
দেশের অন্যতম প্রধান ফ্যাশন হাউজ কে ক্র্যাফট দীর্ঘদিন ধরে দেশীয় পোশাক ও কারুশিল্প নিয়ে কাজ করে আসছে। ক্রেতাদের চাহিদা ও প্রয়োজনের কথা ভেবে প্রতিষ্ঠানটি ব্রিটিশ স্কিন কেয়ার ইনিশিয়েটিভ ‘আমলকি’- এর সঙ্গে গত ১৭ মে সাইনিং সেরেমনির আয়োজন করে।
এখন থেকে কে ক্র্যাফট- এর রিং রোড, সোবহানবাগ, মিরপুর ও যমুনা ফিউচার পার্কের শোরুমে আমলকির সব পণ্য পাওয়া যাবে। পর্যায়ক্রমে অনলাইন সহ প্রতিটি কে ক্র্যাফট আউটলেটে আমলকির পণ্য থাকবে।
১০০ ভাগ প্রাকৃতিক হেলথ অ্যান্ড বিউটিকেয়ার পন্যের মধ্যে- রয়েছে ফেস প্যাক, ফেস মাস্ক, বডি স্ক্রাব, ক্লে মাস্ক, চারকল মাস্ক, ব্রাইটেনিং প্যাক, অ্যান্টি অ্যাজিং মাস্ক, অ্যান্টি অ্যাজিং গ্লোইং স্কিন ক্রিম, ন্যাচারাল বডি পাউডার, হেয়ার প্যাক, হেয়ার ক্লিন্সার ও স্মুথার, হেয়ার অয়েল, সাবান সহ রয়েছে অনেক কিছু।
পারসোনাল কেয়ার ও সৌন্দর্য সচেতন মানুষের জন্য কে ক্র্যাফট-এ ‘আমলকি’ এর গুণগত মানসম্পন্ন, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং ত্বক বান্ধব পন্য প্রাপ্তি জীবন যাপনকে সুন্দরতর করবে।