সাতকাহন২৪.কম ডেস্ক
নিজের নিরাপত্তাহীনতা ও ব্যক্তিত্বের ধরনের কারণে অনেকেই আপনার সুখী থাকা পছন্দ করবে না। আপনাকে সবসময় নিচু দেখাতে, ছোট করতেই যেন তাদের শান্তি।
এ ধরনের মানুষ আশেপাশে রয়েছে মনে হলে, গুরুত্বপূর্ণ পরিকল্পনা, গোপন বিষয়, লক্ষ্য ইত্যাদি শেয়ার করা থেকে বিরত থাকুন। তাদের ও আপনার মধ্যে একটি দেয়াল তৈরি করুন। তবে এ ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকতে, তাদের ভালোভাবে চেনাও জরুরি। কীভাবে চিনবেন ?

- ঈর্ষাপরায়ণ মানুষ আপনাকে কখনো প্রশংসা করবে না। তবে সবকিছুতেই খুব নজর রাখবে। আবার অনেক বিষয়ই আপনার মতো কপি করবে।
- আপনার কোনো বিষয় ‘সঠিক’ করার ইচ্ছা হলে, সে আলাদা করে বলবে না। সবার সামনে ঢোল পিটিয়ে বলবে। কারণ, এতে সে মজা পায়।
- আপনার জীবনে ভালো কিছু ঘটলে সে মন খুলে প্রশংসা করবে না। প্রশংসা করার চেষ্টা করলেও তার চেহারায় সেই নকলভাব প্রকাশ পেয়ে যাবে।
- কোনো মানুষ সবসময়ই আপনার সঙ্গে তার তুলনা করতে থাকলে, এর মানে সে নিজেকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ধরনের মানুষ সবচেয়ে বেশি ঈর্ষাপরায়ণ হয়। তাই, এদের কাছ থেকে সাবধান।
- আপনার প্রশংসা করার প্রয়োজন হলে, সে ‘ব্যাকহেনডেড কসপ্লিমেন্ট’ দেবে। অর্থাৎ ঘুরিয়ে- পেঁচিয়ে কথাটি বলবে। যেমন : ‘বাহ্, তুমি এত ভালো চাকরি পেয়ছো। আমিতো ভাবিনি তুমি কখনো এটা পাবে।’
তবে বেশিরভাগ ক্ষেত্রে এরা নিজের নিরাপত্তাহীনতা থেকে আপনাকে ছোট করার চেষ্টা করে বা যেকোনো কথা বলে কষ্ট দেওয়ার চেষ্টা করে। তাই তাদের কথায় খুব আঘাত পেয়ে নিজেকে কষ্ট না দেওয়াই বুদ্ধিমত্তার। নিজের মানসিক শান্তির জন্য তাদের কেবল পাত্তা দেওয়া বন্ধ করে দিন।
সূত্র: উপেনভার্মা ইন্সটাগ্রাম