সাতকাহন২৪.কম ডেস্ক
কখনো কি এমন হয়েছে, আপনি কথা বলছেন কিন্তু অপরপাশের মানুষটি মনে হচ্ছে শুনছে না। অথবা সম্পর্ক এমনি এমনি ফিকে হয়ে আসছে, আর আপনি কোনো কারণই খুঁজে পাচ্ছেন না। এর অন্যতম কারণ হতে পারে আপনার কথা শোনার প্রতি বা আপনার প্রতি অপর পক্ষের মানুষটির আগ্রহ হারানো।
কেউ আপনার প্রতি আসলেই আগ্রহ হারাচ্ছে কি না সেটি বোঝার কিছু উপায় বাতলেছে টাইমস অব ইন্ডিয়া। চলুন জানি-
ফোনে ব্যস্ত রয়েছে, বা অন্য কোনো কাজ করছে
মানুষটি আপনার সঙ্গেই রয়েছে, তবে ফোন চেক করছে বা এদিক-ওদিক তাকাচ্ছে অথবা কথোপকথন শেষ করতে চাইছে। এমন হলে বোঝা যাবে সে আপনার কথার প্রতি আগ্রহ হারাচ্ছে। অথবা তার মনোযোগ এখন অন্যদিকে।
আবেগীয়ভাবে তাকে পাচ্ছেন না
আপনি যেই মানুষটির সঙ্গে রয়েছেন, সে কি নিজেকে আবেগীয়ভাবে গুটিয়ে ফেলছে বা নিজের অনুভূতিগুলো সঠিকভাবে প্রকাশ করছে না? সাধারণত দুটো কারণে মানুষ এমন করে। এক. অভিমান থেকে, আরেকটি হলো, আসলেই সে আপনার প্রতি আগ্রহ হারাচ্ছে। একটু খোলামেলা কথা বলে দেখুন বিষয়টি কোনটি।
আপনার ঈর্ষা কি তার আগ্রহ হারাবার কারণ?
সম্পর্কে সামান্য ঈর্ষা থাকতেই পারে, তবে সেটি বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে অপরপ্রান্তের মানুষটি কিন্তু আপনার প্রতি আগ্রহ হারাবে। তার মনে হতে পারে আপনি তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। ঈর্ষা দেখান তবে নিয়ন্ত্রণে থেকে।
নেতিবাচক মানুষের প্রতি আগ্রহ হারায়
যে মানুষ সারাক্ষণ নেতিবাচকতার ভেতরে থাকে, তাকে কারোরই বেশিক্ষণ ভালো লাগে না। অভিযোগ, অনুযোগ করে অন্যের আগ্রহ তৈরি করা যায় না। আপনিও এমন নেতিবাচক মানুষ নন তো?
যোগাযোগে অদক্ষতা
সম্পর্ক মজবুত করতে গেলে সঠিকভাবে কথোপকথন জরুরি। সে আপনার সঙ্গে কথা বলতে না চাইলে বা যোগাযোগ করতে না চাইলে, স্পষ্টই বোঝা যাচ্ছে সে বিরতি চাচ্ছে বা আপনার প্রতি আগ্রহ হারাচ্ছে।