সাতকাহন২৪.কম ডেস্ক
খুব রক্ষণশীল একটি পরিবারে বড় হন সাভারের মেয়ে জেসমিন আক্তার। মেয়েরা বড় হয়ে গেলে বিয়ে হবে, সংসার করবে-এর বাইরে তাঁরা ভাবতে পারতেন না। ২০০৭ সালে বিয়ে হয়ে যায় জেসমিনের। স্বামী-সংসার এই ছিলো তাঁর গণ্ডি।
২০১০ সালে বাবা মারা যান। বাবার মৃত্যুর পর এমন কিছু দুর্ঘটনা ঘটে, যখন মনে হয় অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে তাকে। কিছু করতে হবে। এরপর অনেক পেশাতেই যান। তবে সন্তুষ্টি পাননি। তখন মনে হয়েছে মেকআপ আর্টিস্ট হওয়া যায়। এরপর উজ্জ্বলায় আসেন। এখান থেকে মেকআপের কোর্স শেষ করে বর্তমানে নিজেই একটি স্যালন দিয়েছেন। নিজের আত্মপরিচয় তৈরি করেছেন, হয়েছেন উদ্যোক্তা। তাকে স্বাবলম্বী করতে এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে উজ্জ্বলা কতটা ভূমিকা রেখেছে সে গল্প জানাবো আপনাদের।
প্রথম দিনই উজ্জ্বলার পরিবেশ ভালো লেগেছিলো
যখন সিদ্ধান্ত নিলাম মেকআপ আর্টিস্ট হবো, তখন বিভিন্ন জায়গায় কোর্স করার জন্য খোঁজ নিতে যাই। কিন্তু কোথাও ভালো লাগেনি। এরপর উজ্জ্বলায় আসি। প্রথম দিনই উজ্জ্বলার পরিবেশ ভালো লাগে। সবার সঙ্গে কথা বলে খুব আন্তরিক মনে হয়। প্রথম দিনই ভর্তি হয়ে যাই। এরপর এখান থেকে মেকআপের ওপর সম্পূর্ণ কোর্স করি।
উজ্জ্বলা কাজটা সঠিকভাবে শেখায়
উজ্জ্বলা কেবল কাজ দেখিয়ে ছেড়ে দেয় না। তারা কাজটাকে সঠিকভাবে শেখায়। উজ্জ্বলা চায় তাদের শিক্ষার্থীরা যেন প্রকৃত অর্থেই শিখতে পারে এবং বাইরে গিয়ে প্রতিষ্ঠিত হতে পারে। এ জন্য তারা থিওরি, প্র্যাকটিক্যাল শেখায় তো বটেই পরীক্ষাও নেয়। এখান থেকে কারিগরি বোর্ডের আওতায় পরীক্ষা হয়। সেই পরীক্ষায় আমি এ প্লাস পেয়েছিলাম।
উজ্জ্বলা আমাকে স্বনির্ভর হতে সাহায্য করেছে
উজ্জ্বলা থেকে আমি ‘সেরা উজ্জ্বলা’ হওয়ার সম্মাননা পাই। এটি আমার আত্মবিশ্বাসকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছিলো। আমি একদম ফ্রেশার ছিলাম। মেকআপের কিছুই জানতাম না। আমিও এখান থেকে শিখে ভালো রেজাল্ট করেছি। তাহলে যারা কিছুটা শিখেছে তাদের জন্য কোর্সগুলো কত উপকারী! উজ্জ্বলায় যাওয়ার পর মনে হয়েছিলো পৃথিবী কত এগিয়ে গেছে। মেয়েরা কত এগিয়ে গেছে। আমি পিছিয়ে আছি। কিন্তু উজ্জ্বলা আমাকে শক্তি দিয়েছে এগিয়ে যেতে, স্বনির্ভর হতে সাহায্য করেছে।
উদ্যোক্তা হতে সহযোগিতা করে উজ্জ্বলা
উজ্জ্বলা একজন মেয়েকে উদ্যোক্তা হতে সহযোগিতা করে। ব্যবসাকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই পরামর্শ দেয়। অনেক সময় শিক্ষার্থীদের জন্য ব্যাংক লোনেরও ব্যবস্থা করে তারা। উজ্জ্বলা এমন একটি প্লাটফর্ম যেটি প্রত্যেক বিউটিশিয়ানের জন্য সবসময় খোলা থাকে। প্রতিষ্ঠানটি তাদের প্রাক্তন শিক্ষার্থীদের পাশে সবসময় থাকে। এখনো কোনো সমস্যায় তাদের পরামর্শ নিতে পারি আমরা। ভবিষ্যতে নিজেকে আরো দক্ষ বিউটি আর্টিস্ট করতে চাই এবং উজ্জ্বলার দেখানো পথেই হাঁটতে চাই।
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৪১তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :
https://www.facebook.com/UjjwalaBD
https://www.instagram.com/UjjwalaBD/