সাতকাহন২৪.কম ডেস্ক
২০২০ সালে তালাক হয়ে যায় সোভা রায় প্রমার। দুটো সন্তান ছিল। তাদের রেখে দেয় তাঁর স্বামী। এ সময় খুব ভেঙে পড়েন তিনি। অর্থের দরকার ছিল। দরকার ছিল স্বাবলম্বী হওয়ার। একটা ভীষণ টানাপোড়েনের ভেতর দিন পার করছিলেন তখন। নিজের পায়ে দাঁড়াতে কী কাজ করবেন বুঝে উঠতে পারছিলেন না।
এ সময় ফেসবুকে অ্যাড দেখে যোগাযোগ করেন উজ্জ্বলার সঙ্গে। আগে থেকেও রূপচর্চার বিষয়ে আগ্রহ ছিল তাঁর। ভাবলেন, বিউটি আর্টস্টকে পেশা হিসেবে বেছে নেওয়া যায়। এ ভাবনা থেকেই উজ্জ্বলায় কোর্স করে বর্তমানে একজন ফ্রি ল্যান্সার বিউটি আর্টিস্ট হিসেবে কাজ করছেন তিনি। মাসে মোটামুটি ভালোই আয় হয়। এখন তিনি হয়েছেন একজন স্বাবলম্বী নারী। দুঃখ-কষ্টের ভেতরেও জীবনকে পার করে নিচ্ছেন আপন গতিতে। বলছিলেন, ‘উজ্জ্বলা আমার জীবনকে বদলে দিয়েছে। আমার জীবনে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য শতভাগ ভূমিকা উজ্জ্বলার। প্রতিষ্ঠানটি পাশে ছিল বলেই নিজেকে সামলাতে পেরেছি। তারা কেবল মেকআপই শেখায়নি। এখানকার মানসিক স্বাস্থ্য ও গ্রুমিং ক্লাসটি আমার অনেক উপকারে লাগে। ডিভোর্সের পর ভীষণ বিষণ্ণ হয়ে পড়েছিলাম। এ থেকে মুক্তি পেয়েছিলাম উজ্জ্বলায় গিয়ে।’
বিউটি আর্টিস্ট হবো এই সিদ্ধান্ত নেওয়ার পর বিভিন্ন পার্লারে যোগাযোগ করি শেখার জন্য। তবে কোনোটাই মনের মতো হচ্ছিলো না। এরপর উজ্জ্বলার খোঁজ পাই। আর এখানে ভর্তি হই। উজ্জ্বলাতে শেখার আগে বিউটিফিকেশনের কিছুই জানতাম না আমি। প্রতিষ্ঠানটি আমাকে মেকআপের সব খুঁটিনাঁটি শিখিয়েছে। এখন আমার কাজ দেখে অনেকেই প্রশংসা করে- মিষ্টি হেসে জানান প্রমা।
কোনো মানুষ কাজ শিখতে চাইলে ছোট পার্লারে না শিখে উজ্জ্বলায় এ টু জেড শেখা ভালো মন্তব্য করে তিনি বলেন, ‘উজ্জ্বলা থিওরি ও প্র্যাকটিক্যাল শেখায়। এখানে একজন শিক্ষার্থী মেকআপ ও বিউটি ইন্ডাসট্রিতে দাঁড় হওয়ার জন্য যা দরকার তার এ টু জেড শিখতে পারবে।’
ভবিষ্যতে একটি বড় পার্লার খুলতে চান প্রমা। নিজেকে প্রতিষ্ঠিত করতে চান শক্ত নারী হিসেবে যেন উজ্জ্বলার শেখানোর মান ধরে রাখতে পারেন।
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৪৮তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :
https://www.facebook.com/UjjwalaBD
https://www.instagram.com/UjjwalaBD/
ফোন : ০১৩২৪৭৩৪১৫৭