Friday, March 29, 2024
spot_img
Homeজীবনের খুঁটিনাটিচুল পড়ছে? রোধ করুন ৩ উপায়ে

চুল পড়ছে? রোধ করুন ৩ উপায়ে

সাতকাহন২৪.কম ডেস্ক
চুল পড়ার সমস্যায় কম-বেশি সবাই ভোগেন। দৈনিক ১০০ টি চুল পড়া স্বাভাবিক হিসেবেই ধরেন বিশেষজ্ঞরা। তবে বেশি পড়লে এবং মাথায় টাকভাব আসলে প্রতিরোধ তো করতেই হবে। চুল পড়া কমাবে এবং চুল ঘন দেখাবে, এমন কিছু ঘরোয়া উপায় জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ওয়েলনেসবিন।

পেঁয়াজ
পেঁয়াজ চুল পড়া রোধে উপকারী- অনেকেরই জানা। তবে এর সঙ্গে মধু ব্যবহার করলে কিন্তু বেশি উপকার পাওয়া যায়। পেঁয়াজের রস ও মধু একসঙ্গে মিশিয়ে চুল ও স্ক্যাল্পে মাখুন। এটি স্ক্যাল্পের চুলকানিভাবে কমাতেও কাজ করে। চুল ঘন করতে একদিন পরপর, টানা দুই সপ্তাহ মিশণটি ব্যবহার করুন।

জলপাইয়ের তেল
কেবল খাবারের স্বাদ বাড়াতেই নয়, জলপাইয়ের তেল চুল গজাতেও কাজ করে। সামান্য গরম তেল মাথা ও চুলে মেখে ৩০ থেকে ৪৫ মিনিট অপেক্ষা করুন অথবা সারারাতও রেখে দিতে পারেন। এরপর ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা
চুল ঘন করতে অ্যালোভেরা উপকারী। অ্যালোভেরার জুস স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুইবার এ পদ্ধতি মেনে দেখতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments