Friday, April 26, 2024
spot_img
Homeঅন্যান্যওয়াক টু সেরেনিটি ও ফোরএম টিভি ইউএসএ-এর ওয়ার্কশপ

ওয়াক টু সেরেনিটি ও ফোরএম টিভি ইউএসএ-এর ওয়ার্কশপ

সাতকাহন২৪.কম ডেস্ক

যুক্তরাষ্ট্রভিত্তিক মানসিক স্বাস্থ্য সহযোগী প্রতিষ্ঠান ওয়াক টু সেরেনিটি (Walk to Serenity) ও ফোরএম টিভি ইউএসএ (4M TV USA) – এর যৌথ উদ্যোগে ‘মাইন্ডফুল ইভিনিং ফর মেন্টাল হেলথ সাপোর্টার্স’ শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

গত ১৬ আগস্ট, বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা ৩০ পর্যন্ত চলা এই ওয়ার্কশপে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা ছাড়াও বিভিন্ন সংগঠনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় ‘সাইকোসোশ্যাল সাপোর্ট স্কিল’- এর অ্যাকটিভ লিসেনিং ও বিং নন-জাজমেন্টালের ওপর গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে ১৭০ মিলিয়ন মানুষের জন্য শুধু মাত্র ৩ হাজার মানসিক স্বাস্থ্য সহযোগী রয়েছে। এটি প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম ও বিপজ্জনক। ওয়ার্কশপে ভবিষ্যতে আরো ব্যক্তিকে মানসিক স্বাস্থ্য সহযোগিতা করার বিষয়ে আলোচনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments