সাতকাহন২৪.কম ডেস্ক
হালকা শীতে ছেলেদের ফ্যাশনেবল ও উপযোগী পোশাক কেমন হবে তা নিয়ে চলে নানা ভাবনা। তবে যেনতেনভাবে নয়, সঠিক পোশাক বেছে নিয়ে তৈরি করতে হবে নিজস্ব স্টাইল।
পোশাকের মধ্যে এ ক্ষেত্রে শার্টই এগিয়ে থাকে। কাটিং,প্যাটার্ন, ডিজাইনে নিত্য আসছে পরিবর্তন আবার ফিটে দেখা যায় ভিন্নতা। তাই ফ্যাশনের ক্ষেত্রে ক্যাজুয়াল লুক পেতে তরুণরা ছাড়াও যেকোনো বয়সী পুরুষের কাছে ক্যাজুয়াল শার্টই প্রথম পছন্দ।
কটন, লিনেন, রেয়ন ফ্যাব্রিক দিয়ে তৈরি আবহাওয়া উপযোগী ও স্বস্তিদায়ক এমনই সব ক্যাজুয়াল শার্ট নিয়ে এসেছে কে ক্র্যাফট ।
কটি
শীতের পোশাকের ভিড়ে পছন্দের আরেকটি পোশাক হচ্ছে কটি বা ওয়েস্ট কোট। সারা বছর জুড়ে ফ্যাশনে সবসময়ই আলাদা করে জায়গা দখল করে রেখেছে পাঞ্জাবি। আর শীতকালে যখন পরতেই হবে, তাই সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে পরতে পারেন। আর এটি বর্তমানে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। শীতকাল ছাড়া অন্যান্য ঋতুতেও কটির কদর রয়েছে তরুণ থেকে শুরু করে যে কোনো বয়সের পুরুষের কাছে। বিয়ে কিংবা যে কোনো পার্টিতে পাঞ্জাবি অথবা অন্য কোন পোশাকের সঙ্গে কটি যেমন স্টাইলিশ তেমনি থাকা যায় স্বাচ্ছন্দ্যে।
এবারের শীতে কে ক্র্যাফটে পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রিন্টের, এক রঙাসহ নানান ধরনের কটি। শীতের কালেকশন থেকে আপনার পছন্দের স্মার্ট ক্যাজুয়াল শার্ট অথবা কটি বেছে নিতে ঘুরে আসতে পারেন কে ক্র্যাফটের শো রুমে। এ ছাড়া অনলাইন স্টোর থেকে কিনতে ভিজিট করতে পারেন kaykraft.com এ।