Thursday, February 13, 2025
spot_img
Homeঅন্যান্যশেরপুরে কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশন উদ্বোধন

শেরপুরে কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশন উদ্বোধন

সাতকাহন২৪.কম ডেস্ক

শুধু বড় শহরকেন্দ্রিক হাসপাতাল বানিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর বিপুলসংখ্যক ক্যানসার রোগী ও আক্রান্তের ঝুঁকিতে থাকা মানুষের কাছে এই রোগের প্রাথমিক সেবা পৌঁছানো সম্ভব নয়। এই ক্ষেত্রে শহর কিংবা গ্রামের গণমানুষকে সম্পৃক্ত করতে হবে।

এই লক্ষ্যে আজ, শুক্রবার শেরপুর জেলা শহরে ডায়াবেটিক হাসপাতালে এক অনুষ্ঠানের মাধ্যমে শেরপুর কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। আপাতত ফাউন্ডেশনটি ডায়াবেটিক হাসপাতালে, এর অস্থায়ী কার্যালয় ও সেবাকেন্দ্রের কাজ শুরু করলেও অচিরেই নিজস্ব কার্যালয় ও কেন্দ্রে স্থানান্তরিত হবে।

সকাল দশটায় অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী, ডায়াবেটিক হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যানসার ইপিডেমিওলোজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান ও বর্তমানে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের অধ্যাপক ও প্রকল্প সমন্বয়কারী ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. আব্দুস সামাদ ফারুক। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষানুরাগী, সমাজকর্মীগণ ও ঢাকা থেকে কেন্দ্রীয় সংগঠনের ৬ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments