সাতকাহন২৪.কম ডেস্ক
সন্তান লালন-পালন এমন একটি প্রক্রিয়া যেখানে মা-বাবা ও শিশুটিকে প্রতিনিয়ত একটি পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে যেতে হয়।
এই বোঝাপড়ার ওপর নির্ভর করে শিশুর সঙ্গে বন্ধন শক্ত হওয়ার বিষয়টি। কিছু কাজ রয়েছে যেগুলো নিয়মিত করলে সন্তানের সঙ্গে বন্ধন দৃঢ় হতে সাহায্য হয়।
- শিশু ঘুম থেকে উঠার পর পর তার সঙ্গে একটু সময় কাটান। বাথরুমে যাওয়ার জন্য বা স্কুলের যাওয়ার জন্য তাকে তাড়া দিতে থাকবেন না। শিশু ঘুম থেকে উঠলে জড়িয়ে ধরে বলুন, ‘আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে দেখে অনেক খুশি। তুমি ছাড়া খুব একঘেয়ে লাগছিল।’
- সে স্কুল থেকে বাসায় ফিরে এলে কোনো প্রশ্ন জিজ্ঞেস না করে কেবল তাকে জড়িয়ে ধরে বলুন, ‘তোমাকে দেখে খুব খুশি হয়েছি। তুমি থাকলে ঘরটা আনন্দে ভরে উঠে।’
- ঘুমাতে যাওয়ার আগে শিশুকে জানান, আপনি তাকে কতটা ভালোবাসেন এবং তার উপস্থিতি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এসব কাজ টানা অন্তত ২১ দিন করে যান। আর দেখুন, শিশুর সঙ্গে আপনার বোঝাপড়া কতটা সুন্দর ও মজবুুত হয়।
সূত্র : রিদ্ধি দেওরা (প্যারেন্টিং কোচ) ইন্সটাগ্রাম।