সাতকাহন২৪.কম ডেস্ক
শিশুর আত্মবিশ্বাস বাড়ার প্রথম ধাপটি শুরু হয় ঘর থেকে; মা-বাবার কাছ থেকে। আত্মবিশ্বাস তৈরির এই চর্চা খুব ছোটবেলা থেকে শুরু করতে হয়। এতে শিশু নিজেকে মূল্যবান মনে করে এবং ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে ওঠে।
তাই শিশুর মনোবল বাড়াবে এমন কিছু কথা রইলো অভিভাবকদের জন্য। এগুলো মা-বাবা সন্তানদের বলতে পারেন-
- ‘তুমি আছো বলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি।’
- ‘তুমি সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া আমার শ্রেষ্ঠ উপহার।
- ‘তুমি বেশ দয়ালু ও যত্নশীল।’
- ‘তোমার ভালোবাসা আমার জন্য শ্রেষ্ঠ ভালোবাসা।’
- ‘আমাকে তোমার মা হিসেবে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ।’
- ‘তোমার হাসি আমার দিনকে আনন্দময় করে তোলে।’
- ‘তুমি যে সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করো, সেটা আমার ভালোলাগে।’
- ‘আমি তোমার সঙ্গ খুব উপভোগ করি।’
- ‘আমরা একসঙ্গে যেই সময়গুলো কাটাই সেগুলো আমার কাছে অন্যতম শ্রেষ্ঠ সময়।’
- ‘তুমি আমাকেও সঠিক মানুষ হতে সাহায্য করছো।’
সূত্র : রিদ্ধিদেওরা ইন্সটাগ্রাম