সাতকাহন২৪.কম ডেস্ক
পরিবারের অর্থনৈতিক কষ্টটা ছোটবেলা থেকেই ভীষণভাবে পীড়া দিত কক্সবাজারের মেয়ে তাসমিমা রশিদকে। যা চাইতো, মনের মতো কখনোই সেটা করতে পারেনি। একটা ভীষণ দীর্ঘশ্বাসের ভার বয়ে বেড়াতো রাত-দিন। মাঝে মাঝে বিষণ্ণ লাগতো।
কিন্তু জেদ ধরলো জীবনে কিছু একটা করতে হবে। এই অর্থনৈতিক দুর্দশা থেকে নিজেকে ও পরিবারকে মুক্তি দিতে হবে। এই ভাবনা থেকে ২০২৩ সালে হওয়া বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠান ‘জয়িতা ফাউন্ডেশন’ ও বিউটি অ্যান্ড গ্রুমিং সেক্টরের পথ প্রদর্শক উজ্জ্বলার যৌথ উদ্যোগে চট্টগ্রামে ১০ দিনব্যাপী একটি কোর্সে অংশ নেয় সে। বর্তমানে একটি স্যালনে কাজ করছে। মাসিক আয় প্রায় ১২ থেকে ১৫ হাজার টাকা। পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যাচ্ছে।
‘জয়িতা ফাউন্ডেশন ও উজ্জ্বলার এই কোর্সটি ফ্রি-তে করানো হয়। আমার পক্ষে টাকা দিয়ে কোর্স করা সম্ভব ছিল না। এই কোর্সটি করতে পেরে আজ আমি বিউটিফিকেশনের ওপর অনেক জেনেছি এবং পেশা হিসেবে বিউটি আর্টিস্টকে বেছে নিতে পেরেছি। বিউটিফিকেশনের প্রাথমিক প্রায় সবটাই শেখানো হয়েছে কোর্সে, যা আমাকে খুব সাহায্য করেছে ‘- বলেন, তাসমিমা রশিদ।
যেহেতু আমি লেখাপড়া করছি, তাই চাচ্ছিলাম এমন একটি পেশায় যাওয়ার, যেটা থেকে আয়ও হবে পাশাপাশি পড়াটাও চালিয়ে যেতে পারবো জানিয়ে তাসমিমা রশিদ বলেন, ‘ তখন মনে হলো, বিউটিফিকেশন একটি চমৎকার পেশা হতে পারে। এই ভাবনা থেকে এই পেশায় আসা। আমি মনে করি, এই পেশাটিতে আরো মেয়েরা যোগ দিয়ে তাদের অর্থনৈতিক অবস্থাকে দৃঢ় করতে পারে। লেখাপড়ার পাশাপাশি বিউটিফিকেশন চমৎকার পেশা হতে পারে।’
উজ্জ্বলা আমার জীবনকে ৮০ ভাগ বদলে দিতে সাহায্য করেছে। আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল। এই জন্য খুব কষ্ট পেতে হয়েছে। আর্থিক অবস্থা খারাপ হলে এর প্রভাব সন্তানদের ওপর পরে। যেটা যন্ত্রণার। আমি আর চাই না এই ধরনের কোনো কষ্ট থাকুক। উজ্জ্বলা তো আমাকে মেকআপের খুঁটিনাঁটি শিখিয়েছেই, পাশাপাশি কীভাবে আত্মবিশ্বাস বাড়ানো যায়, সেই শিক্ষাও দিয়েছে- জানান তাসমিমা রশিদ।
তাসমিমা ভবিষ্যতে একজন বড় উদ্যোক্তা হয়ে, সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে চায়। হতে চায় একজন বিউটিফিকেশন প্রশিক্ষক।
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৬৭তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :
https://www.facebook.com/UjjwalaBD
https://www.instagram.com/UjjwalaBD/
ফোন : ০১৩২৪৭৩৪১৫৭