Saturday, March 22, 2025
spot_img
Homeঅন্যান্য'রঙ বাংলাদেশ'-এর ভাষা দিবসের আয়োজন

‘রঙ বাংলাদেশ’-এর ভাষা দিবসের আয়োজন

সাতকাহন২৪.কম ডেস্ক

শুধুমাত্র নিজের ভাষায় কথা বলবার অধিকারের লড়াইয়ে বাংলার দামাল সন্তানেরা বুকের রক্ত ঢেলে দিয়েছিল, আর পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিল বাংলা ভাষার মহিমা।

১৯৫২ সালের সেই ভাষার লড়াইকে সম্মান জানিয়ে বর্তমানে প্রতি বছর সারাবিশ্বে পালিত হয় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ একুশের সেই মহান চেতনাকে ধারণ করেই দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন হাউস ‌’রঙ বাংলাদেশ’ তাদের একুশের পোশাকের ডিজাইনে নিয়ে এসেছে বাংলাভাষার সেই আবহটাকেই।

পোশাকে থিম ভিত্তিক ডিজাইনের প্রবক্তা ‘রঙ বাংলাদেশ’-এর এবারের থিম-বাংলা ভাষা ও বাংলা বর্ণমালা। পোশাকের আচ্ছাদনে যেন নিজেকে যুক্ত করে নেওয়া বাংলা ভাষার আবেগের সঙ্গে।

হাফসিল্ক, বিভিন্ন ধরনের কটন, ভয়েল কাপড়ে স্ক্রিনপ্রিন্ট, ব্লকপ্রিন্ট, কাটিং-সুইং ও অ্যামব্রয়ডারি কাজে তৈরি হয়েছে পোশাকের অলংকরণ। প্রতিটি পোশাকের ডিজাইনকে নান্দনিক মাত্রা দেওয়ার চেষ্টা করা হয়েছে একুশের চেতনার নানান অনুষঙ্গের সন্নিবেশে। উৎসবের পরিপূর্ণতার জন্যে রয়েছে যুগল আর পরিবারের সবার জন্যে একই থিমের পোশাক।

উপহার সামগ্রী হিসেবে রয়েছে একুশের ডিজাইনের মগ। একুশের সংগ্রহে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কামিজ, ওড়না, ব্লাউজ, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, উত্তরীয়। ছোটদের জন্য রয়েছে কামিজ, ফ্রক, স্কাট টপস সেট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট।

রঙ বাংলাদেশ-এর ঢাকা ও ঢাকার বাহিরের সকল আউটলেটেই পাওয়া যাচ্ছে একুশ উৎসবের এসব আয়োজন। এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্মে একুশ আয়োজনের পণ্য ক্রয়ে ভিজিট করুন www.rang-bd.com অথবা রঙ বাংলাদেশ এর ভ্যারিফাইড ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন রঙ বাংলাদেশ এর হোয়াটস্
অ্যাপ সম্বলিত 01777744344 ও 01799998877 হটলাইনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments