সাতকাহন২৪.কম ডেস্ক
বছরের শুরুতে এই সময়টায় শিশুদের পড়ালেখার চাপ একটু কমই থাকে। তাই অভিভাবকদের সঙ্গে নিজেদের গ্রামের বাড়িতে কিংবা পছন্দের কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ আসে। ব্যস্ততার কারণে সেই চাহিদা প্রায়ই পূরণ করতে পারেন না অভিভাবকরা। শিশুরাও ঘুরে বেড়াতে পছন্দ করে।
ভ্রমণ একটা শিক্ষামূলক অভিজ্ঞতা, যা তার মেধা বিকাশে ভীষণ সাহায্য করে। বাড়ন্ত শিশুরা আশপাশের পরিবেশ থেকে শিক্ষা গ্রহণ করে এবং নতুন নতুন অভিজ্ঞতা তাদের জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করে তোলে। ভ্রমণ থেকে সুখকর স্মৃতি ভবিষ্যতে অনুপ্রেরণা বাড়ায়।
দূরে কিংবা কাছের ভ্রমণে শিশুদের জন্য উপযোগী পোশাকেরও রয়েছে অনেক গুরুত্ব। দীর্ঘ যাত্রায় এবং পরিবেশ অনুযায়ী মানানসই পোশাক দিন শিশুকে। এ ছাড়া শিশুদের পছন্দকেও গুরুত্ব দিতে হবে। পোশাক নির্বাচনে অবশ্যই ফ্যাব্রিককে বিবেচনাই নিন। সকল কিছু মাথায় রেখে কে ক্র্যাফটের কাছের যে কোনো ব্রাঞ্চে ঘুরে আসতে পারেন। যেখানে মিলবে সকল বয়সী ছেলে মেয়েদের জন্য তৈরি পোশাক। ইতিমধ্যে নতুন কালেকশনের পোশাকও পৌঁছে গেছে সকল শো রুমে। এ ছাড়া অনলাইন স্টোর kaykraft.com থেকেও অর্ডার করতে পারেন।