সাতকাহন২৪.কম ডেস্ক
জলবায়ুর পরিবর্তনের কারণে কখন যে গরম পড়ছে, আর কখন বৃষ্টি তা এখন বলাই মুশকিল। গরম পড়লে যত্নটা একরকম হলেও বৃষ্টির সময়টায় ত্বক যেন বাড়তি কিছু চায়। বৃষ্টির দিনে ত্বকের যত্নে কিছু পরামর্শ জানিয়েছে সিম্পল স্কিন কেয়ার ডট ইন।
দিনে অন্তত দুই থেকে তিন বার মুখ ধোয়া
যেকোনো ত্বক ভালো রাখতে চাইলে মুখ ধোয়ার বিকল্প নেই। এই সময়টায় দিনে অন্তত দুই থেকে তিনবার মাইল্ড বা ত্বকের জন্য সহনীয় এমন ফেস ওয়াস দিয়ে মুখ ধুতে হবে। এতে ধুলো ময়লা ও তৈলাক্তভাব কমবে।
ময়েশ্চারাইজার ব্যবহার
বৃষ্টির দিনে বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে ত্বক কিছুটা শুষ্ক হয়ে পড়ে। তাই এই সময় ময়েশ্চারাইজার অবশ্যই ব্যবহার করতে হবে। তৈলাক্ত ত্বকের জন্য পানিযুক্ত ও শুষ্ক ত্বকের জন্য তেলযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।
মৃতকোষ দূর করা
ত্বক এক্সফোলিয়েট করা বা ত্বকের মৃতকোষ দূর করা এই সময়ে বেশ জরুরি। কারণ, বৃষ্টির দিনে স্যাঁতে স্যাঁতে আবহাওয়ার কারণে মৃতকোষের সংখ্যা বাড়ে। এ ক্ষেত্রে কফির সঙ্গে চিনি মিশিয়ে ত্বকে এক থেকে দুই মিনিট ঘষলেও এই সমস্যা কমবে। ত্বক প্রাণবন্ত হবে।
মেকআপ কম ব্যবহার করুন
এই সময়টায় অতিরিক্ত মেকআপ ব্যবহার না করাই ভালো। এই সময় যেহেতু ঘাম ও বৃষ্টির পানির বিষয় রয়েছে, তাই ভারি ফাউন্ডেশন বা ক্রিমের ব্যবহারে ত্বকে রোমকূপগুলো বন্ধ হয়ে যেতে পারে। এতে পরে ব্রণের সমস্যা দেখা দেয়। আর ভারি মেকআপ ব্যবহার করতে হলে ভালো করে মুখ পরিষ্কার করতে হবে।



