সাতকাহন২৪.কম ডেস্ক
বিশ্ব ফুসফুস দিবস আজ। ফুসফুস-সংক্রান্ত সচেতনতা বাড়াতে প্রতি বছর ২৫ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়। সারাবিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন হচ্ছে।
অ্যাজমা, সিওপিডি, ফুসফুসে ক্যানসার, দীর্ঘমেয়াদি কফ-কাশি ইত্যাদি ফুসফুসের সমস্যা। যেকোনো রোগ প্রতিরোধে সচেতন হওয়ার বিকল্প নেই। আর তাই রোগ প্রতিরোধে ফুসফুসের সমস্যার লক্ষণগুলো জানা জরুরি। ফুসফুসে সমস্যার কিছু লক্ষণের বিষয়ে জানিয়েছে স্বাস্থ্যবিষয়কওয়েবসাইট লাংওআরজি।
দীর্ঘমেয়াদি কাশি
কাশি আট সপ্তাহ বা এর বেশি থাকলে একে ক্রনিক বা দীর্ঘমেয়াদি বলা হয়। এটি শ্বাসতন্ত্র ও ফুসফুসের সমস্যার একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক লক্ষণ।
শ্বাস ছোট নেওয়া
ব্যায়ামের পর শ্বাস ছোট হলে এটি সমস্যা নয়। তবে সারাক্ষণই শ্বাস নিতে অসুবিধা হলে এবং শ্বাস ছোট মনে হলে সতর্ক হওয়া জরুরি। এমন হলে চিকিৎসকের সঙ্গে কথা বলুন।
দীর্ঘমেয়াদি শ্লেষ্মা তৈরি
শ্বাসতন্ত্রে প্রদাহ বা সংক্রমণ হলে শ্লেষ্মা তৈরি হতে পারে। তবে এটি মাস খানেকের বেশি থাকলে ফুসফুসে সমস্যা রয়েছে কি না পরীক্ষা করতে হবে।
শ্বাস নেওয়ার সময় সাঁ সাঁ শব্দ
সাধারণত ফুসফুস ও শ্বাসতন্ত্রের মধ্যকার পথ সঁরু হয়ে গেলে শ্বাস নেওয়ার সময় বাঁশির মতো বা সাঁ সাঁ শব্দ হতে পারে। এমন হলে চিকিৎসককে দেখান।
রক্তসহ কাশি
রক্তসহ কাশি বের হলে, এটি ফুসফুস বা শ্বাসতন্ত্রের ওপরের অংশ থেকে আসতে পারে। এমন হওয়ার অর্থই হল আপনার স্বাস্থ্যগত কোনো সমস্যা হচ্ছে।
দীর্ঘমেয়াদি বুক ব্যথা
দীর্ঘমেয়াদি বুকে ব্যথা, বিশেষ করে শ্বাস নেওয়ার সময় বা কাশির সময়, ফুসফুসে সমস্যার লক্ষণ। এমন হলেও দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।