Friday, February 14, 2025
spot_img
Homeমন জানালানিজেকে ভালোবাসলে ৫ কাজ আজ থেকেই নয়

নিজেকে ভালোবাসলে ৫ কাজ আজ থেকেই নয়

সাতকাহন২৪.কম ডেস্ক

‘নিজেকে ভালোবাসুন’- এমন কথা প্রায় প্রতিদিনই শুনি। আর এটি প্রয়োজনও। তবে কেবল পার্লারে যাওয়া, নিজের জন্য শপিং করা, ভালো পোশাক কেনা, বন্ধুদের সঙ্গে আড্ডা ইত্যাদিই কি নিজেকে ভালোবাসা?

না, নিজেকে প্রকৃত অর্থে ভালোবাসতে হলে মানসিকভাবে শক্ত হওয়া প্রয়োজন। আর এই ক্ষেত্রে কিছু কাজ এখন থেকেই বন্ধ করা জরুরি।

  • ভালোবাসা ভিক্ষা না চাওয়া। আপনি কাউকে ভালোবাসছেন, তবে সে ঠিক সেভাবে আপনাকে গ্রহণ করছে না। একটু থামুন। তাকে জোর করবেন না বা ভালোবাসা চাইতে যাবেন না। এতে আত্মসম্মান নষ্ট হবে। ভালোবাসতে চাইলে প্রথমে নিজেকে সম্মান দিন।
  • কেবল একাকিত্বে ভুগছেন বলেই টক্সিক বা বিষাক্ত মানুষকে জীবনে আসতে দেবেন না। নিজের সঙ্গ উপভোগ করতে শিখুন। যতক্ষণ পর্যন্ত নিজের সঙ্গে উপভোগ করতে না পারবেন, ততক্ষণ টক্সিক মানুষজন জীবনে আসতেই থাকবে, আর আপনাকে ধ্বংস করবে।
  • কখনো অন্যের সঙ্গে নিজের তুলনা করে মন খারাপ করতে যাবেন না বা মানসিক প্রশান্তি নষ্ট করবেন না। যখন আপনার পথ ভিন্ন, জীবন ভিন্ন, মস্তিষ্ক ও ভাগ্যও আলাদা তখন অন্যের সঙ্গে সবকিছু মিলবে কীভাবে?
  • এমন মানুষের সঙ্গে ত্যাগ করুন যারা আপনাকে অসম্মান করে, মন খারাপ করিয়ে দেয়। এ ধরনের মানুষের সঙ্গে থাকলে আত্মবিশ্বাস একদমই শূন্যের কোঠায় নেমে যায়। তাই, তাদের ‘না’ বলুন।
  • অতীতের ভুল নিয়ে পরে না থাকাই ভালো। এতে আপনার ক্ষতি হবে। কারণ, যে আপনার সঙ্গে খুব শুদ্ধতা বা সঠিক হওয়ার ভান করছে, তারও ভুল রয়েছে। অর্থাৎ সবারই কিছু না কিছু সমস্যা থাকে। এর চেয়ে জীবনে এগিয়ে যেতে হলে ভুল থেকে শিখুন এবং সামনের পথ মসৃণ করুন।

সূত্র : উপেনভার্মা ইন্সটাগ্রাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments