Wednesday, December 11, 2024
spot_img
Homeঅন্যান্যনতুন বছরে কে ক্র্যাফটে বিশেষ মূল্য ছাড়

নতুন বছরে কে ক্র্যাফটে বিশেষ মূল্য ছাড়

সাতকাহন২৪.কম ডেস্ক

নতুন বছর উদযাপনে কে ক্র্যাফট দিচ্ছে সকল পোশাকের উপর ২০ শতাংশ মূল্য ছাড়। এ সময়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন লেগেই থাকে। তাই সাশ্রয়ী কেনাকাটায় কাঙ্ক্ষিত যেকোনো পোশাক মিলবে বিশাল সংগ্রহ থেকে। এ ছাড়াও প্রিয়জনকে উপহার দিতে পোশাকের থাকে বিশেষ চাহিদা। পুরোনোর সঙ্গে নতুন কালেকশনও মিলবে।

ছবি : কে ক্রাফট
ছবি : কে ক্রাফট

মেয়েদের পোশাকের বিশাল সংগ্রহে থাকছে- সালোয়ার কামিজ, শাড়ি, টপস, টিউনিক, কটি, টপস- স্কার্ট ও অন্যান্য অনুসঙ্গ। ছেলেদের জন্য ক্যাজুয়াল শার্ট, ফতুয়া, পলো, টি-শার্ট, ডেনিম জিন্স, কটি ছাড়াও পাবেন রেগুলার ও ফিটেড পাঞ্জাবি । কিডস কর্নারে থাকছে ছোট মনিদের জন্য সকল ধরনের পোশাক।

বিভিন্ন রঙে প্রিন্ট, হাতের কাজ এবং উইভিং ডিজাইনে করা শাল পাওয়া যাবে, যা এই শীতের জন্য বেশ উপযোগী। এ ছাড়াও থাকছে অন্যান্য শীতের পোশাক।

ছবি : কে ক্রাফট
ছবি : কে ক্রাফট

কে ক্র্যাফট- এর সকল শো-রুম (দেশীদশ ছাড়া ) থেকেই বিশেষ ছাড়ে কেনাকাটার সুবিধা পাবেন। ঘরে বসে মূল্য ছাড়ে পছন্দের পোশাক অর্ডার করতে পারেন অনলাইন স্টোর kaykraft.com থেকে। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও কেনাকাটা করার সুবিধা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments