Wednesday, January 22, 2025
spot_img
Homeডায়েট—ফিটনেসদৈনিক কতগুলো কাঠবাদাম খাওয়া স্বাস্থ্যকর?

দৈনিক কতগুলো কাঠবাদাম খাওয়া স্বাস্থ্যকর?

সাতকাহন২৪.কম ডেস্ক

কাঠবাদামকে বাদামের রাজা হিসেবে মনে করা হয়। এটি পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। কাঠবাদাম প্রতিদিন খেলে শিশুর মেধার বিকাশে সাহায্য হয়। এতে রয়েছে অ্যান্টিঅক্মিডেন্ট। এটি অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ কমাতে সাহায্য করে।

২৪ গ্রাম কাঠাবাদামে থেকে পাওয়া যায়-
ক্যালরি : ১৬০ গ্রাম
প্রোটিন : ৬ গ্রাম
স্বাস্থ্যকর চর্বি : ১৪ গ্রাম
ফাইবার : ৩.৫ গ্রাম
কার্বোহাইড্রেটস: ৬ গ্রাম
ভিটামিন ই: ৭.৩ মিলি গ্রাম
ম্যাগনেসিয়াম: ৭৬ মিলি গ্রাম
ক্যালসিয়াম : ৭৬ মিলি গ্রাম
আয়রন: ১ মিলি গ্রাম

কাঠবাদাম তো স্বাস্থ্যকর, তবে এটি প্রতিদিন কতটুকু খাওয়া প্রয়োজন? পুষ্টিবিদদের মতে, প্রতি সাত থেকে আটটি কাঠবাদাম আপনার সারাদিনের শক্তি বাড়াতে কাজ করবে। সকালে ঘুম থেকে উঠে, ব্যায়ামের আগে ও পরে এবং যেকোনো অস্বাস্থ্যকর স্ন্যাক্সের পরিবর্তে খেতে পারেন এই বাদাম।

সূত্র : টাইমসঅবইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments